ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একজন ভাড়াটিয়া, অন্যজন মালিকের মেয়ে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
একজন ভাড়াটিয়া, অন্যজন মালিকের মেয়ে!

ভাড়াটিয়া হচ্ছেন মোশাররফ করিম! বিয়ে করেননি এখনও। ফলে ব্যাচেলর ভাড়াটিয়া।

মালিক তাকে ভীষণ পছন্দ করলেও, একেবারেই না-পছন্দ মালিকের মেয়ের। জেনি সেই মালিকের মেয়ে। তার একমাত্র আপত্তি, ‘ফ্যামিলি বাসায় ব্যাচেলর ভাড়াটিয়া কেন!’ মোশাররফের চলাফেরার দিকেও যথেষ্ট অভিযোগের দৃষ্টি তার। ফলে দু’জনের দ্বন্দ্ব লেগে থাকে সারাক্ষণ।

গল্প এভাবে শুরু। তারপর নাগরিক জীবনযাপনের চিত্র। শহুরে সংগ্রামে টিকে থাকার যুদ্ধ। সবমিলিয়ে ‘নগর আলো’। মোশাররফ করিম অভিনীত এ নতুন ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। জেনি তো রয়েছেনই তার জুটি হিসেবে। থাকছেন ফারুক আহমেদ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য, পুতুল, জুঁই করিম, টুনুটুনি, কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

ধারাবাহিকটি লিখেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রগ্রহণ ও পরিচালনায় এম আর মিজান। ২৯ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।