ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের ‘সুলতান’ ছবির সেটে ভূত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সালমানের ‘সুলতান’ ছবির সেটে ভূত!

প্রায়ই শোনা যায়, চলচ্চিত্রের কলাকুশলীরা ভূত দেখেছে অথবা ভূতুড়ে ঘটনার সম্মুখীন হয়েছে। গত কয়েক বছরে এমন অনেক ঘটনাই এসেছে খবরের শিরোনামে।

এবার ভূতের অস্তিত্বের কথা শোনা গেলো সালমান খানের ‘সুলতান’ ছবির সেটে। খবর বলিউড লাইফের।

ছবিটির এক ক্রু হোটেল কক্ষের জানালার বাইরে অশরীরী আত্মাকে ভাসতে দেখেছেন কয়েকদিন আগে। মুহূর্তেই ভড়কে গিয়ে দৌড়ে আরেকটি হোটেলে গিয়ে ওঠেন তিনি। খবর পেয়ে সেখানে যান সালমান। তিনি সবাইকে তার বাংলোর কাছাকাছি থাকার পরামর্শ দেন। পরে ছবির সঙ্গে যুক্ত সবাই বেশ ভয় পেয়ে উঠেছে অন্য হোটেলে। ‘সুলতান’ বাহিনীর আশা, এর পুনরাবৃত্তি ঘটবে না আর।

কারজাতে নিতিন চন্দ্রকান্ত স্টুডিওতে আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিটির প্রথম ভাগের দৃশ্যধারণ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় দফার চিত্রায়ন। এটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। এতে কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে সালমানকে। গল্পে তার কোচের ভূমিকায় আছেন রণদীপ হুদা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।