ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জন্মদিনের কেকের দাম জানেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সালমানের জন্মদিনের কেকের দাম জানেন?

সালমান খানের ৫০তম জন্মদিন জাঁকজমকভাবে উদযাপনের খবর সবারই জানা। গত ২৭ ডিসেম্বর পানভেল ওয়ালা বাগানবাড়িতে এই আয়োজনের সবকিছুই ছিলো কেককে ঘিরে।

বলিউডের সুপারস্টারের জন্মদিনের কেক বলে কথা, তাই এটা যে দামি হবে তা অনুমান করা যাচ্ছিলো অনায়াসে।

এবার জানা গেলো কেকটির সঠিক মূল্য। বলিউড লাইফ জানিয়েছে, কেকটি অর্ডার দিয়েছেন সালমানের ছোট বোন অর্পিতা। এর দাম পড়েছে ১ লাখ রুপি, ওজন ৫০ কিলোগ্রাম।

গত ২০ ডিসেম্বর কেকের অর্ডার দিয়েছিলেন অর্পিতা। এটি বানাতে সময় লেগেছে পাক্কা দুই দিন। অ্যান্টি-গ্র্যাভিটি কিউব আকৃতির কেকটি ডিজাইন করেছেন জুহুর মিশ মাশ বেকারির পূজা ও শিখা। এটি বানাতে ও পৌঁছে দিতে যে বিক্রেতাকে দৌড়ের ওপর থাকতে হয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে!

এদিকে সুরতে সালমান ভক্তরা ৪০০ ফুট দীর্ঘ কেক বানিয়ে খবরের শিরোনামে এসেছেন। চার হাজার কিলো ওজনের কেকটি ২০০ অনাথ শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।