ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুন্দরীদের নিয়ে অমিতাভ বচ্চনের আফসোস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সুন্দরীদের নিয়ে অমিতাভ বচ্চনের আফসোস অমিতাভ বচ্চন

ইশ! অমিতাভ বচ্চন যদি তরুণ বয়সে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, কঙ্গনা রনৌতের মতো এখনকার সুন্দরী অভিনেত্রী পেতেন! একথা ভাবলেই আফসোসে পুড়ে মরেন বিগ বি।

শনিবার (২ জানুয়ারি) অমিতাভের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, যেসব অভিনেত্রী এখন বলিউড শাসন করছেন, তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে কি-না।

বলিউডের এই মহাতারকা উত্তরে বলেন, ‘অসম প্রেম নিয়ে ‘নিঃশব্দ’ ছবিতে কাজ করে ব্যর্থ হয়েছি। ষাটোর্ধ্ব একজন বৃদ্ধের সঙ্গে অষ্টাদশীর প্রেম দর্শকরা নিতে পারেনি। ’

রামগোপাল ভার্মার ‘নিঃশব্দ’ (২০০৭) ছবিতে জিয়া খানের সঙ্গে প্রেমের অভিনয় করেছেন অমিতাভ। তখন তার বয়স ৬৫ বছর। আর জিয়ার বয়স ছিলো মাত্র ১৯ বছর।

৭৩ বছর বয়সী অমিতাভ আরও বলেন, ‘নতুন প্রজন্মের কারও প্রেমিক চরিত্রে কাজ করবো না। সে সময় ফুরিয়ে গেছে। তবে আফসোস হয়, তরুণ বয়সে যদি এই সুন্দরীরা থাকতো! এখন আর তা হওয়ার নয়। এজন্য এখন চরিত্রকেই গুরুত্ব দিচ্ছি। ’

হাঁটুর বয়সী অভিনেত্রীদের মধ্যে টাবু (চিনি কম), রানী মুখার্জি (ব্ল্যাক), রাবিনা ট্যান্ডন ও চার্মি কৌরকে (বুড্ডা হোগা তেরা বাপ) দেখা গেছে অমিতাভ বচ্চনের প্রেমিকার ভূমিকায়। এর মধ্যে সঞ্জয়লীলা বানসালির ছবিটিতে রানীর সঙ্গে তার চুম্বন দৃশ্যও ছিলো।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।