ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ন্সের জন্য ১০ হাজার গোলাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বিয়ন্সের জন্য ১০ হাজার গোলাপ বিয়ন্সে

মার্কিন গায়িকা বিয়ন্সেকে ১০ হাজার গোলাপ উপহার দিলেন তার স্বামী র‌্যাপার জে জি। সুপার বৌল ফিফটির মধ্যবিরতির অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই উপহার পান তিনি।

 

সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে ও ব্রুনো মার্সের সঙ্গে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। রোববার (৭ ফেব্রুয়ারি) তাদের পরিবেশনা টিভিতে সরাসরি দেখেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০ কোটি দর্শক। এখানে নিজের নতুন গান ‘ফরমেশন’ গেয়ে শোনান তিনি।

সেই সঙ্গে এর ভিডিওর প্রিমিয়ারও হয়ে গেছে। এতে বিয়ন্সের কন্যা ব্লু আইভিকেও কিছুক্ষণ দেখা গেছে। ২০১৪ সালে প্রকাশিত ‘সেভেন/ইলেভেন’ গানটির পর আর এককভাবে নতুন কোনো গান বের হয়নি তার। ‘ফরমেশন’ দিয়ে শ্রোতাদের অনেকদিন অপেক্ষার অবসান ঘটালেন তিনি।

সুপার বৌলের পরিবেশনা শেষে ‘ফরমেশন ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার ঘোষণা দিয়েছেন বিয়ন্সে। আগামী ২৭ এপ্রিল উত্তর আমেরিকায় শুরু হবে ৩৪ বছর বয়সী এই গায়িকার নতুন সংগীত সফর। এরপর নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, শিকাগো, টরন্টো, ফিলাডেলফিয়া, ডালাসসহ ২১টি জায়গায় গাইবেন তিনি।

* ‘ফরমেশন’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।