ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

নতুন বিজ্ঞাপনে মুস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
নতুন বিজ্ঞাপনে মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান এখন আলোচিত আইপিএলে দল পেয়ে। বাইশ গজের বাইরে বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

তিনি সেন্টার ফ্রেশ চুইংগামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইতিমধ্যে এর কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন কাটারের ওস্তাদ। এবার তৈরি হলো আরেকটি।

রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে চলতি সপ্তাহে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যায়ন হয়েছে। এটি নির্মাণ করেছেন গোলাম হায়দার কিসলু। আগামী কয়েকদিনের মধ্যে টিভির পর্দায় নিয়মিতভাবে দেখা যাবে এটি।

এতে মুস্তাফিজের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার অভিনেতা মাহাদী হাসান পিয়াল। তিনি বললেন, ‘এ সিরিজের প্রতিটি বিজ্ঞাপনে মুস্তাফিজুর রহমানের সঙ্গে একজন করে মডেল থাকেন। এবার সুযোগ পেয়েছি আমি। খুব ভালো লেগেছে। ’

বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।