ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

স্কুলে কেউ পছন্দ করতো না ক্যাটরিনাকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
স্কুলে কেউ পছন্দ করতো না ক্যাটরিনাকে! ক্যাটরিনা কাইফ

বলিউডে এখন বিপুল জনপ্রিয়তা উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু স্কুলজীবনে কেউই পছন্দ করতো না তাকে! তিনি বললেন, ‘আমি কর্কটরাশির জাতিকা।

শৈশবে লাজুক মেয়ে ছিলাম। কারও সঙ্গে কথা বলতে পারতাম না। আমি মোটেও প্রিয় ছিলাম না। স্কুলে কেউই আমাকে পছন্দ করতো না। ’

‘ইয়ার মেরা সুপারস্টার’ টিভি অনুষ্ঠানে ক্যাটরিনা আরও বলেন, ‘আমার প্রথম বন্ধু ছিলো এক ভারতীয় বালক। আমার সঙ্গে বন্ধুভাবাপন্ন ছিলো ও। আমার বয়স যখন ১৬ বছর, তখন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে আর আমিও ওদের প্রিয় হয়ে উঠি। ’

বলিউড অভিনেতা সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানো প্রসঙ্গে ক্যাটরিনা জানান, কারও সঙ্গে একান্তে সময় কাটাতে হলে তার ব্যক্তিত্বকে প্রাধান্য দেবেন। তার ভাষ্য, ‘মনের মানুষের আবেগকে স্পর্শ করতে চায় সবাই। তাছাড়া তার সুবাসও হতে হয় দারুণ। ’

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাটরিনার নতুন ছবি ‘ফিতুর’। এই শব্দের অর্থ ‘ঘোর’। তার মনে কীসের ঘোর জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি দেশের প্রেসিডেন্ট হতে চাই! এখন আমার মনের ভেতর এই ঘোর চলছে। কোনো কিছুতে মনোনিবেশ করলে আমি সেটা পাবোই তা নিশ্চিত হয়ে তারপর মাঠে নামি। ’

চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এতে আরও আছেন টাবু, আদিত্য রয় কাপুর ও অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।