ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা পুনরুদ্ধারের গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ভালোবাসা পুনরুদ্ধারের গল্প

সাদেক ও পলি। চার বছরের প্রেম, আট বছরের সংসার জীবন।

একদিন খুঁটিনাটি বিষয়ে ঝগড়া হয়। এবার দু’জন অবচেতন মনেই নতুন সিদ্ধান্ত নেয়। পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্ত। এমন সময় অপরিচিত দুটি মানুষ আসে তাদের জীবনে।

রাহি ও রূপম তাদের আবার এক ছাদের নিচে নিয়ে আসে। এতে তাদের ভালেবাসার পুনরুদ্ধার হলো। প্রায় ভেঙে যাওয়া একটি সম্পর্ক কীভাবে অপরিচিত দুটি মানুষের কারণে জোড়া লেগে গেলো সেটি অবশ্য রহস্যজনক। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ভালোবাসা দিবসের টেলিছবি ‘মেঘহীন ভালোবাসা’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তারিন।

টেলিছবিটির গল্প লিখেছেন নারী উদ্যোক্তা কনা রেজা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। আরও অাছেন কচি খন্দকার, জাহের আলভী, মুন, রফিক প্রমুখ। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘মেঘহীন ভালেবাসা’।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।