ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

অ্যানিমেশন দুনিয়ায় সেরা ‘ইনসাইড আউট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
অ্যানিমেশন দুনিয়ায় সেরা ‘ইনসাইড আউট’

হলিউডে প্রতি বছর নির্মিত অ্যানিমেটেড ছবিগুলোকে দেওয়া হয় অ্যানি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রসহ সর্বাধিক ১০টি বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ইনসাইড আউট’।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এ ঘোষণা দেওয়া হয়।

১১ বছর বয়সী বালিকার মনের ভেতর পরিভ্রমণকে ঘিরে ‘ইনসাইড আউট’-এর গল্প। ডিজনি/পিক্সার স্টুডিওর ছবিটি বানানোর জন্য সেরা পরিচালক হয়েছেন পিট ডক্টর। সেরা গল্প লেখকের সম্মান তিনি ভাগাভাগি করেছেন মেগ লেফভ ও জশ কুলির সঙ্গে। ছবিটিতে স্যাডনেস চরিত্রের জন্য ফিলিস স্মিথকে দেওয়া হয়েছে সেরা কণ্ঠ অভিনয়ের পুরস্কার। চরিত্র অ্যানিমেশন, চরিত্র ডিজাইন, সংগীত, সম্পাদনা, শিল্প নির্দেশনা আর স্টোরিবোর্ডিং বিভাগেও সেরা হয়েছে ‘ইনসাইড আউট’।

অন্যান্য ছবির মধ্যে অ্যানিমেটেড ইফেক্টস বিভাগে ‘দ্য গুড ডাইনোসর’, লাইভ অ্যাকশন ছবিতে চরিত্র অ্যানিমেশনে ‘দ্য রেভেন্যান্ট’ ও অ্যানিমেটেড ইফেক্টসের জন্য ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ পুরস্কৃত হয়েছে। পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত ‘হি নেমড মি মালালা’ প্রামাণ্যচিত্র অ্যানিমেটেড স্পেশাল প্রোডাকশন পুরস্কার পেয়েছে। সেরা অ্যানিমেটেড টিভি শো হয়েছে ‘দ্য সিম্পসনস’।

সেরা মুক্ত অ্যানিমেটেড ছবি হয়েছে ব্রাজিলের ‘বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’। অস্কারে এটি সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে লড়ছে ‘ইনসাইড আউট’-এর সঙ্গে। ২০০১ সাল থেকে অস্কারে অ্যানিমেটেড ছবির বিভাগ অন্তর্ভুক্ত হয়। তবে অ্যানিতে সেরা ছবি অস্কারে শেষ হাসি হাসে না। গতবার ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’ অ্যানি জিতলেও অস্কারে সেরা হয় ‘বিগ হিরো সিক্স’।  

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।