ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

দুই মাসেই বর্ষসেরা অ্যাডেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দুই মাসেই বর্ষসেরা অ্যাডেল! অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেলের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’ প্রকাশিত হয় গত বছরের নভেম্বরে। তাতেই ২০১৫ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের শিল্পীর স্বীকৃতি পেলেন তিনি।

কারণ এই অ্যালবাম মিউজিক টপচার্টে গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। তাই তিনিই হয়েছেন সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী।

বিশ্বজুড়ে গত বছরের গান বিক্রির ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (আইএফপিআই)। প্রতিষ্ঠানটির সিইও ফ্রান্সেস মুর এক বিবৃতিতে অ্যাডেলকে বর্ণনা করে বলেছেন, ‘তিনিই ২০১৫ সালের গ্লোবাল সেনসেশন। তার এই অর্জন বিস্ময়কর। ’

অবশ্য অ্যাডেলের গান বিক্রির সংখ্যা আরও বাড়তো যদি স্পটিফাই ও অ্যাপল মিউজিকে নিজের গান চালাতে দিতেন তিনি। যদিও অক্টোবরে প্রকাশিত ২৭ বছর বয়সী এই তারকার গাওয়া ‘হ্যালো’ গানটি বিশ্বের ৩০টি দেশের চার্টের শীর্ষস্থান দখল করেছিলো।

‘হ্যালো’র মাধ্যমে দীর্ঘ চার বছরের বিরতির পর সংগীতাঙ্গনে ফেরেন অ্যাডেল। যুক্তরাষ্ট্রে বৈধভাবে দশ লাখ বার ডাউনলোড হওয়া প্রথম গান এটাই। এই গানের অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’ ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশের প্রথম সপ্তাহে বিক্রি হয় ৮ লাখ কপি।

* গান চোর অ্যাডেল!
* মুক্তির আগেই অ্যাডেলের ‘২৫’ ফাঁস
* অ্যাডেলের নতুন ইতিহাস
* রেকর্ডের আরেক নাম ‘হ্যালো’
* 'হ্যালো, এই তো আমি'!
* ২৪ ঘণ্টায় আড়াই কোটি বারেরও বেশি! (ভিডিও)
* নভেম্বরে ভক্তদের জন্য অ্যাডেলের উপহার

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।