ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়ে ফেরা, গানে অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
অভিনয়ে ফেরা, গানে অভিষেক পরিণীতি চোপড়া

অবশেষে নতুন ছবিতে অভিনয় করতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নাম ‘মেরি পেয়ারি বিন্দু’।

এতে তাকে দেখা যাবে নাম ভূমিকায়। শুধু অভিনয় নয়, এর মাধ্যমে ২৭ বছর বয়সী এই তারকার গানেও অভিষেক হচ্ছে। অর্থাৎ নিজের গাওয়া গানেই পর্দায় ঠোঁট মেলাবেন তিনি।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবিটি পরিচালনা করবেন অক্ষয় রয়। প্রতিষ্ঠানটির টুইটার পেজ থেকে শেয়ার করা ভিডিওর মাধ্যমে একথা জানান পরিণীতি। এতে তার গাওয়া হালকা মেজাজের গান ‘মানা কে হাম ইয়ার নাহি’র কিছু অংশ রয়েছে।

পরিণীতি বলেছেন, ‘এ গানটি আমার নতুন ছবির। এক বছর বিরতির পর ‍আমার নতুন ছবির ঘোষণা দিলাম। এটি যশরাজ ফিল্মসের। প্রযোজনার দায়িত্ব পালন করবেন মনীষ শর্মা। ’

পরিণীতি আরও জানান, ছবিটিতে তার সহশিল্পী থাকছেন আয়ুষ্মান খুরানা। গায়ক হিসেবেও সুপরিচিতি আছে ‘ভিকি ডোনার’ ও ‘দম লাগা কে হেইশা’ ছবির এই তারকার। তিনি বলেছেন, ‘নতুন ছবি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। সুন্দরী ও প্রতিভাবান পরিণীতি চোপড়ার সঙ্গে কাজ করতে যাচ্ছি। ’

যশরাজ ফিল্মসের প্রযোজনা ও মনীষ শর্মার পরিচালনায় ‘লেডিস ভার্সেস রিকি বেল’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পরিণীতি। এরপর ‘ইশাকজাদে’ (অর্জুন কাপুর), ‘হাসি তো ফাঁসি’ (সিদ্ধার্থ মালহোত্রা), ‘শুধ দেশি রোম্যান্স’ (সুশান্ত সিং রাজপুত) আর ‘দাওয়াত-এ-ইশক’ (আদিত্য রয় কাপুর) ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে ‘কিল দিল’-এ (রণবীর সিং) দেখা গেছে তাকে। তবে এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

* পরিণীতি চোপড়ার গাওয়া গানের অংশবিশেষ :


বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।