ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

নিভৃতচারী ভাষাসৈনিকের খোঁজে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নিভৃতচারী ভাষাসৈনিকের খোঁজে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। নাম ‘নৈঃশব্দ যোদ্ধা’।

এতে তাকে দেখা যাবে শারমিন চরিত্রে। দাদার মৃত্যুর খবর পেয়ে মায়ের সঙ্গে দেশে আসে মেয়েটি। শারমিনের এটাই প্রথম দেশে আসা। সে দাদার রহস্যময় জীবনের কারণ খুঁজতে থাকে। তারপর?

একদিন গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি আবিস্কার করে শারমিন। সেই ডায়েরি থেকে নাম-ঠিকানা নিয়ে পুরান ঢাকায় এক বৃদ্ধাকে খুঁজে বের করে সে। তার কাছে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর রহমানের বাইরে আরেকজন ভাষাসৈনিকের বর্ণনা শুনে শিউরে ওঠে শারমিন।

বাংলা ভাষার প্রতি এদেশের মানুষের গভীর মমত্ববোধ দেখে অবাক হয়ে যায় সে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার বাড়িটা ভাষা আন্দোলনের গবেষণা কেন্দ্র হিসেবে দান করে দেয় শারমিন। শুধু দাদা ইকবাল হাসানের ডায়েরিটাকে একখন্ড বাংলাদেশ মনে করে সঙ্গে নেয় সে।

নাটকটির চিত্রায়ন হয়েছে গত ১৭ থেকে ১৯ জানুয়ারি রাজধানীর উত্তরা, কলাবাগান, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক, হাতিরঝিল ও ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, অরুণা বিশ্বাস, রামিজ রাজু, মৃণাল দত্ত, এম আর মাহবুবু, সুহৃদ জাহাঙ্গীর, অর্ণব রায়, তৃণা ও একটি বিশেষ চরিত্রে ভাষাসৈনিক ড. জসিম উদ্দিন আহমদ।

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘নৈঃশব্দ যোদ্ধা’। লিখেছেন শৌর্য দীপ্ত সূর্য, তার সঙ্গে মিলে পরিচালনা করেছেন হাসান সিকদার।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।