ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

বন্ধুর জন্য ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বন্ধুর জন্য ইমরান (বাঁ থেকে) সাফায়েত ও ইমরান

অনেকদিনের বন্ধুত্ব ইমরান ও সাফায়েতের। কিন্তু একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি তাদের।

হঠাৎ ইমরানের মনে হলো বন্ধুকে তো একটি গান উপহার দেওয়াই যায়। তাই নিজের সুর-সংগীতে সাফায়েতের জন্য তিনি বানালেন ‘ইশারার খামে’ শিরোনামের একটি গান।

সৈকত রেজার নির্দেশনায় সম্প্রতি ইউটিউবে এসেছে এ গানের প্রচারণামূলক মিউজিক ভিডিও। মার্চে প্রকাশ হবে ‘ইশারার খামে’র পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘সাফায়েত আমার খুব কাছের একজন বন্ধু। অনেক ভালো গান করে ও। গানটি নিয়ে এর মধ্যেই অনেক সাড়া পাচ্ছি। ’

অন্যদিকে সাফায়েত বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যেও ইমরান সময় বের করে আমার জন্য গান করেছে, ওকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাদের এই গান শ্রোতাদের ভালো লাগলেই আমরা সার্থক। ’

‘ইশারার খামে’ গানটি থাকবে একই নামের একটি দ্বৈত অ্যালবামে। এতে সাফায়েতের তিনটি গানের সঙ্গে থাকবে মিলনের তিনটি গান। এটি বাজারে আনবে সিডি চয়েস।

* ‘ইশারার খামে’ গানের প্রচারণামূলক ভিডিও :


বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।