ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

যমজ হচ্ছেন বরুণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
যমজ হচ্ছেন বরুণ! বরুণ ধাওয়ান

সালমান খান অভিনীত ‘জড়ুয়া’ (১৯৯৭) ছবির কথা মনে আছে নিশ্চয়ই। এতে যমজ চরিত্রে অভিনয় করেন বলিউডের এই সুপারস্টার।

তার সহশিল্পী ছিলেন কারিশমা কাপুর ও রাম্ভা। সে সময় ছবিটি সুপারহিট হয়েছিলো। এবার তৈরি হচ্ছে এর সিক্যুয়েল ‘জড়ুয়া টু’।

নতুন ছবিতে একই চেহারার দুই তরুণের চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান। এবারই প্রথম তাকে দ্বৈত ভূমির্কায় দেখা যাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকাকে। ছবিটির কথা জানিয়ে ২৮ বছর বয়সী এই অভিনেতা টুইটারে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘জড়ুয়া টু। ’

নতুন ছবিটি পরিচালনা করছেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। এর আগে বাবার পরিচালনায় ‘ম্যায় তেরা হিরো’তে দেখা গেছে তাকে। ‘জড়ুয়া টু’তে তার সহশিল্পী থাকছেন দু’জন। তবে তাদের নাম জানানো হয়নি। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াড়ওয়ালা।

বরুণকে সর্বশেষ রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন কৃতি স্যানন। এ ছাড়াও অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।