ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

উচ্ছ্বসিত ইয়ামি, নার্ভাসও!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
উচ্ছ্বসিত ইয়ামি, নার্ভাসও!

একই সঙ্গে উচ্ছ্বাস ও নার্ভাস হলে কেমন লাগে? ইয়ামি গৌতম এখন ভালোভাবেই বুঝতে পারছেন এটা। ‘কাবিল’ ছবিতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

তবে এমন একজন সুপারস্টারের পাশে কাজ করতে হবে ভেবে নার্ভাসও ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

‘জাজবা’খ্যাত সঞ্জয় গুপ্তর পরিচালনায় ‘কাবিল’ ছবিতে ‘ব্যাং ব্যাং’ তারকা হৃতিকের সঙ্গে দেখা যাবে ইয়ামিকে। এটি প্রযোজনা করবেন ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) বাবা রাকেশ রোশন।

দক্ষিণের চলচ্চিত্রে দুই-তিনটি কাজ করলেও ২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে এসে পরিচিতি পান ইয়ামি। তিনি বলেছেন, ‘আমি খুব উচ্ছ্বসিত। এমন বিরাট সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। হৃতিকের সঙ্গে জুটি বাঁধতে পেরে আমি ভাগ্যবতী। আমরা একফ্রেমে থাকবো ভেবে নার্ভাসও লাগছে। ’

ইয়ামি যোগ করে পিটিআইকে আরও বলেন, ‘হৃতিকের সঙ্গে আগে কখনও দেখা হয়নি। তবে বরাবরই তার কাজ ভালো লেগেছে। তিনি ভারতের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম। তার সঙ্গে কাজ করাটা অসাধারণ ব্যাপার হবে এটা বুঝতে পারছি। এখন সেদিকেই তাকিয়ে আছি। তার কাছ থেকে কিছু শিখতে পারলে ভালো লাগবে। ’

হৃতিক সম্প্রতি টুইটারের মাধ্যমে ছবিটিতে তার ও ইয়ামির কাজ করতে যাওয়ার কথা নিশ্চিত করেন। ৪২ বছর বয়সী এই অভিনেতা এখন আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’র কাজ করছেন।

এদিকে সঞ্জয় গুপ্ত সর্বশেষ পরিচালনা করেন । অন্যদিকে ইয়ামিকে সামনে দেখা যাবে ‘সনম রে’ নামের রোমান্টিক ধাঁচের ছবিতে। এতে তার সহশিল্পী পুলকিত সম্রাট ও ঊর্বশী রাউতেলা। দিব্য খোসলা কুমার পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময় : ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।