ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন প্রীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন প্রীতি প্রীতি জিনতা

ভারতীয় সংবাদমাধ্যমে রটে যাওয়া নিজের বিয়ে সংক্রান্ত খবর অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। টুইটারে তিনি বলেছেন, ‘অনুগ্রহপূর্বক আমার বিয়ের খবর আমাকেই ঘোষণা করতে দেবেন? এটা আমার জীবন।

সে পর্যন্ত আমাকে একটু একা থাকতে দিন। যত্তোসব!’

যোগ করে প্রীতি আরও লিখেছেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে যতো জল্পনা হচ্ছে তা নিয়ে আমি সত্যিই পুরোপুরি বিরক্ত। কোনো কিছুতে কীভাবে ধ্বস নামাতে হয় তা গণমাধ্যম ভালো করেই জানে। এটা বন্ধ হওয়া দরকার। বিরক্ত লাগছে। ’

অতীতেও বিয়ের খবর অস্বীকার করতে সামাজিক যোগাযোগের মাধ্যমকে বেছে নিয়েছেন প্রীতি। এ যাত্রায় আমেরিকান প্রেমিক জেনে গুডেনাফকে তিনি বিয়ে করবেন বলে গুজব রটে। লস অ্যাঞ্জেলসে আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথাও শোনা যায়।

জেনের আগে বোম্বে ডাইংয়ের প্রধান নেস ওয়াদিয়ার সঙ্গে গভীর প্রেম ছিলো প্রীতির। কিন্তু চার বছর মন দেওয়া-নেওয়ার পর তাদের ছাড়াছাড়ি হয়। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক তারা।

* আগামী সপ্তাহে প্রীতির বিয়ে!

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।