ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

১০ মার্চ আবার ঢাকায় অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
১০ মার্চ আবার ঢাকায় অরিজিৎ সিং অরিজিৎ সিং/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবার ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আগামী ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে গান গেয়ে শোনাবেন তিনি।

এর শিরোনাম ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’।

নাম দেখেই বোঝা যাচ্ছে, একটু অন্য আঙ্গিকে সাজানো হচ্ছে এটি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এর আয়োজন করছে ধানসিঁড়ি কমিউনিকেশন। তাদের আশা, কয়েক হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে সফল কনসার্ট হবে এটি। এ আয়োজন নিয়ে শিগগিরই একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ১২ ডিসেম্বর ‘অরিজিৎ সিং লাইভ’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন অরিজিৎ। ২৮ বছর বয়সী এই তারকার জনপ্রিয় গানের তালিকায় আছে ‘তুম হি হো’ (আশিকি ২), ‘মুসকুরানে’ (সিটি লাইটস), ‘কাভি জো বাদল বারসে’ (জ্যাকপট), ‘হামদর্দ’ (এক ভিলেন), ‘সামঝাওয়া’ (হাম্পটি শর্মা কি দুলহানিয়া), ‘সনম রে’ (সনম রে), ‘বোঝেনা সে বোঝেনা’ ও ‘নারে না’ (বোঝেনা সে বোঝেনা), ‘মন মাঝি রে’ (বস), ‘কী করে তোকে বলবো’ (রংবাজ), ‘পারবো না’ (বরবাদ)।

সম্প্রতি দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি গান গেয়েছেন অরিজিৎ। এবারই প্রথম ঢাকার ছবিতে শোনা যাবে তার গান। কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা ‘চুপচাপ’ শিরোনামের রোমান্টিক গান গেয়েছেন অরিজিৎ সিং। এর সংগীতায়োজন করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়।

* সুরের সাম্পানে ভাসালেন অরিজিৎ
* বাংলাদেশি ছবিতে গাইলেন অরিজিৎ সিং
* অরিজিৎ সিং বললেন, ১২ ডিসেম্বর দেখা হবে

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।