ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা নিয়ে ফাহমিদা নবীর কবিতা, মায়ের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভালোবাসা নিয়ে ফাহমিদা নবীর কবিতা, মায়ের গান ফাহমিদা নবী/ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীকে পাওয়া যাবে কয়েকটি নতুন গানে। এর মধ্যে নিজের নতুন একক ‘সাদাকালো’র একটি গানের ভিডিও তৈরি করেছেন তিনি।

ভালোবাসা দিবসে ইউটিউবে উন্মুক্ত করা হবে এটি। এ ছাড়া তার গান থাকছে ‘নীল চাঁদোয়া’, ‘মেঘলা মন’ ও ‘আনন্দের গান ২’ নামের অ্যালবামগুলোতে।

‘ভালোবাসা দিবসটি কীভাবে কাটাবেন?- এমন প্রশ্নের জবাবে ফাহমিদা বলেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কী? ভালোবাসার মানে কী? ইত্যাদি। সবার উদ্দেশে তাই ভালোবাসা দিবস উপলক্ষে একটি কবিতা লিখেছি। ফেসবুকে পোস্টও দিয়েছি সেটি। কবিতাটি থেকেই সবাই বুঝে নিতে পারবে ভালোবাসা নিয়ে আমার অনুভূতি। ’

এদিকে অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির ‘মা’ শিরোনামের গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ফাহমিদা। ‘আঁধার আমার ভয়, তুমি থাকলে ঘুম হয়’- এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। এতে সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। জানা গেছে, আবহসংগীত হিসেবে ব্যবহার করা হবে এটি।

ফাহমিদা নবী জানান, মাকে নিয়ে দ্বিতীয়বারের মতো গেয়েছেন তিনি। এর আগে একটি টিভি অনুষ্ঠানের জন্য গেয়েছিলেন গত মা দিবসে। তার কথায়, ‘ছবিটির গল্পের সঙ্গে মিল রেখে দারুণ একটি গান তৈরি করা হয়েছে। ’

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে ফাহমিদা আরও বললেন, “টিপুর (ইবরার টিপু) এডিটিং প্যানেলে ‘অস্তিত্ব’ ছবিটার কিছু অংশ দেখেছি। আমি তো মুগ্ধ! সুচরিতা ও তিশার কী সুন্দর অভিনয়! এমন একটা ছবির জন্য গান গেয়ে ভালো লাগছে। ” 

ফাহমিদা নবীর ফেসবুকের টাইমলাইনে ৮ ফেব্রুয়ারি পাওয়া গেলো কবিতাটি : 
কেউ বলে ভালবাসা শুধুই একার
কেউ বলে আধেক আধেক,
কেউ বলে দুখের পাহাড়
কেউ বলে অভিমানে ভেজা
নীল আসমান
কেউ বলে ঘোর দৌড়
আবার কেউবা বলে শুধুই অপেক্ষার...!
কেউ বলে মুহুর্তের কথাগুলো
কারো কাছে ভীষণ পাগলামি
কেউ বলে স্বপ্ন ছোঁয়া...
কেউ বলে ভালবাসা তো এমনি...!
কেউবা বলে শুধু শুনে যাওয়া
শুধুই নিরবতার...!
কারো কাছে বোঝাপড়া
কারো কাছে মরিচিকাময়
কেউবা বলে বিশ্বাস
কারো কাছে ভুলের বোঝা
কখনো ভীষণ অবুঝ...!
কেউবা বলে
ভালোবাসার কোনো মানে নেই...
ভালোবাসার সংজ্ঞা কি…!?

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।