ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

পরম জানাশোনায় মুগ্ধ অপর্ণা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
পরম জানাশোনায় মুগ্ধ অপর্ণা! কুষ্টিয়ায় ‘ভুবন মাঝি’র শুটিংয়ের ফাঁকে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ

‘বাউল অধ্যুষিত অঞ্চল হিসেবে খ্যাত কুষ্টিয়া। কাজের খাতিরে সেখানে একমাস থাকতে হবে।

বাস্তবের চরিত্রগুলোও আশেপাশে আছেন। কাজেই অভিনয় করতে অসুবিধা হচ্ছে না। বরং এখানকার মানুষ ও প্রকৃতি সুন্দরভাবে কাজ করার জন্য সহায়ক হচ্ছে’- বললেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে কথা হয় অপর্ণার। তখন তিনি কুষ্টিয়াতে। ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে ‘ভুবন মাঝি’ ছবির কাজ করছেন। সহশিল্পী পরমের ব্যাপারে অপর্ণার ভাষ্য, ‘সহশিল্পী হিসেবে তিনি চমৎকার। ওর সঙ্গে যতই মিশছি, জানছি অনেক কিছু। ওর জানাশোনা আমাকে মুগ্ধ করছে। ’

কুষ্টিয়ার খোকসা, কুমারখালী প্রভৃতি এলাকায় ১০ দিন ধরে শুটিং চলছে। সত্যি ঘটনা অবলম্বনে ফাখরুল অারেফিনের মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি তৈরি হচ্ছে সরকারি অনুদানে। এতে আরও অভিনয় করছেন মাজনুন মিজান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসও/জেএইচ

** পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।