ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তকে চড় মারার খেসারত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভক্তকে চড় মারার খেসারত গোবিন্দ

ভক্তকে চড় মারার অপরাধে ৫ লাখ রুপি জরিমানা হলো বলিউড অভিনেতা গোবিন্দর। ছয় বছর আগের এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে ভক্তের সঙ্গে দেখা করে ক্ষমাও চাইতে হবে তাকে।

এজন্য তার হাতে সময় রয়েছে দুই সপ্তাহ।

গোবিন্দর জরিমানা দেওয়ায় অসন্তুষ্ট হন সন্তোষ রায় নামের ওই ভক্ত। তার দাবি অনুযায়ী ৫২ বছর বয়সী এই তারকাকে তার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা চাওয়ারও আদেশ দিয়েছেন আদালত।

২০০৮ সালে ফিল্মিস্তান স্টুডিওতে ‘মানি হ্যায় তো হানি হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন বিনা অনুমতিতে সেটে এসে নাচিয়ে মেয়েদেরকে উক্ত্যক্ত করতে দেখে সন্তোষ রায়কে চড় মারেন গোবিন্দ। পরের বছর বলিউডের এই অভিনেতার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে অভিযোগ করেন তিনি।

গোবিন্দর বিরুদ্ধে অপরাধমূলত ভয়ভীতির কোনো প্রমাণ না পাওয়া এবং এক বছর পর অভিযোগ করায় ২০১৩ সালে সেটি বাতিল করে দেন আদালত। গত বছর সুপ্রিম কোর্টে আবার মামলা দায়ের করেন সন্তোষ। এ যাত্রায় তার মামলা বিফলে যায়নি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রায়টি ঘোষণা করা হয়।

হিন্দুস্তান টাইমসকে সন্তোষ রায় বলেন, ‘সেদিন আমি ভক্তের মতো দাঁড়িয়ে শুধু তার অভিনয় দেখছিলাম। কিন্তু তিনি চড় মারায় আমি হতভম্ভ হয়ে পড়ি। তার ওপর থেকে আমার সব শ্রদ্ধা উঠে গেছে। ’

* গোবিন্দর চড় মারার সেই ভিডিও :

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।