ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে নয়, বাবা হতে চান সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিয়ে নয়, বাবা হতে চান সালমান!

বয়সের কোঠা ৫০ বছর পেরিয়েছে, এখনও বিয়ের বন্ধনে জড়াননি বলিউড সুপারস্টার সালমান খান। তার বিয়ে ভারতীয়দের কাছে সবচেয়ে আলোচিত বিষয়।

তবে জীবনে আর বিয়ে হবে কি-না তা নিয়ে ভীষণ সন্দিহান সল্লু নিজেই।

অবশ্য বিয়ে নিয়ে সংশয় থাকলেও বাবা হওয়ার প্রবল ইচ্ছা সালমানের। তিনি তো মুখ ফুটে বলেই ফেললেন, ‘তিন-চারটা বাচ্চার বাবার হতে চাই। জানি বিয়ে ছাড়া সন্তানের বাবা হওয়া কঠিন বিষয়। তবু আমি ব্যাপারটা সামলাতে পারবো বলে মনে হয়। ’

যেমন সুদর্শন, তেমনি আকর্ষণীয় দৈহিক গড়ন- দুইয়ে মিলে সালমানই বলিউডে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। ভারতে পুনের গন্ডিয়ায় মনোহরভাই প্যাটেল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং কলেজে সম্প্রতি তিনি পৌঁছালে ‘শাদি শাদি’ বলে হৈচৈ করতে থাকে ভক্তরা।

চতুর উত্তরে সালমান তখন বলতে থাকেন, ‘আমার কপালের ঘাম দেখেছেন? কারও কপালেই এটা দেখবেন না, কারণ এখানকার আবহাওয়া ভালো। বিয়ের ব্যাপার এলেই আমার কেমনযেন লাগে!’ রসিকতার সুরে সালমান আরও বলেছেন, ‘প্রথমে বিয়ে করার বয়স ছিলো না। আর এখন বিয়ের বয়স চলে গেছে। আমি খুশি। ’

কিন্তু সালমান আভাস দিয়েছিলেন, গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলা থেকে রেহাই পেলে বিয়ে করবেন। গত বছর বেকসুর খালাস হয়েছেন তিনি। তাহলে? তার উত্তর, ‘মামলার নিষ্পত্তি এখনও পুরোপুরি হয়নি। ’

অতীতে বেশ কয়েকজন সুন্দরীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন হিন্দি ছবির ‘প্রেম’ সালমান। কিন্তু কারও সঙ্গেই সম্পর্কের সফল সমাপ্তি হয়নি তার। এ তালিকায় আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলি, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানির মতো অভিনেত্রীরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।