ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

‘সুইটহার্ট’ মুক্তির আগে মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘সুইটহার্ট’ মুক্তির আগে মিম বিদ্যা সিনহা মিম

নতুন বছরে মুক্তি পাচ্ছে নতুন ছবি। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তাই ব্যস্ত।

ছবির প্রচারে ছুটছেন। এরই মধ্যে ‘সুইটহার্ট’-এর বিলবোর্ডে উঠেছেন নায়ক বাপ্পির সঙ্গে। ভালেবাসা দিবস উপলক্ষে রাজধানীর ১৮টি বিলবোর্ডে দেখা যাবে তার মুখ।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। এখানে মিমের নায়ক দু’জন। দুই প্রজন্মের দুই নায়ক রিয়াজ ও বাপ্পির সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন তিনি। মিম বলেন, ‘ছবিটি দেখে নিরাশ হবেন না ভক্তরা। ভালোবাসার মানুষকে নিয়ে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসুন। ’

এদিকে ‘সুইটহার্ট’ নিয়ে মিম কথা বলেছেন একটি টিভি অনুষ্ঠানে। এশিয়ান টিভির ‘মুভি বাজার’-এর বিশেষ পর্বে অতিথি হয়েছেন তিনি। ছবিটির পাশপাশি তিনি কথা বলেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। সমাজের চোখে মিডিয়া, সিনেমার এপার-ওপার, মিমের অনস্ক্রিন ও অফস্ক্রিন ভালোবাসা- প্রভৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন মিম। রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, ইমন, আরিফিন শুভ, বাপ্পি কিংবা ওপারের সোহম- এ নায়কদের প্রসঙ্গও এসেছে আলোচনায়।

‘মুভি বাজার’ পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনায় নুরুল আলম তরিত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচার হবে পর্বটি।

এদিকে ‘ব্ল্যাক’-এর পর সোহমের সঙ্গে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। আপাতত এর নাম রাখা হয়েছে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। এটি পরিচালনা করবেন ওপারের কৌশিক মিত্র। এতে আরও আছেন কমলিকা বন্দ্যোপাধ্যায়।

* ‘কেনো রে তোর মাঝে’ গানের ভিডিও :


* ‘এক ঝলকে’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।