ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

ইবিতে ‘ওরা কদম আলী’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইবিতে ‘ওরা কদম আলী’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঞ্চায়িত হয়েছে।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়।


 
বিথির সভাপতি ইমাদ উদ্দিনের নির্দেশনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিনহাজ কাদির শাওন, আলপনা আপন, আসাদুল্লাহ আল মামুন, আরিফা সুলতানা, কারিক বিন নজরুল ও আশিক বনি প্রমুখ।

টিএসসিসি মিলনায়তনে কয়েকশ শিক্ষার্থী নাটক উপভোগ করেন। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. রেবা মণ্ডল, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।