ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কারিনার কনসার্ট স্থগিত কারিনা কাপুর খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ঢাকায় আসা হচ্ছে না। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিলো।

কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই আয়োজন স্থগিত করা হয়েছে।

কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে ডিবির যুগ্ম কমিশনার মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এক বৈঠক করেন। বৈঠকে তিনি উল্লেখ করেছেন আয়োজকদের মধ্যে বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তার এই বক্তব্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।

কারিনার পাশাপাশি এই কনসার্টে ভারত থেকে জাভেদ আলি ও কণিকা কাপুরের আসার কথা ছিলো। আর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের পরিবেশনা থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিলো।

কনসার্ট স্থগিত হওয়া প্রসঙ্গে স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্ট‍া করা হলে দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।