ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শেখ সাদী খানকে বিশ্বজিতের ‘তুই’ সম্বোধন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শেখ সাদী খানকে বিশ্বজিতের ‘তুই’ সম্বোধন! শেখ সাদী খান ও কুমার বিশ্বজিৎ/ছবি: সোলায়মান হারুনী মৃদুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে/জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে’ কিংবা ‘শোনো সোমা, একটু দাঁড়াও, কথা শুনে যাও’ গানগুলোর সুরস্রষ্টা শেখ সাদী খান। তার সুরে এমন আরও কিছু গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ।

সেগুলোর বেশিরভাগই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এ থেকেই বোঝা যায়, এ জুটির মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে কুমার বিশ্বজিতের প্রথম দ্বৈত অ্যালবাম ‘সারাংশে তুমি’র ডিজিটাল প্রকাশনা অনুষ্ঠানে ‘বিশ্বজিৎ এই, বিশ্বজিৎ সেই’ বলে বিশিষ্টজনেরা ইতিবাচক বক্তব্য রাখছেন। তখনও কেউ এই চিরসবুজ তারকার ‘বদনাম’ করেননি মাইক্রোফোন হাতে।

হাটে হাঁড়ি ভাঙলেন শেখ সাদী খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সুরকার বক্তৃতায় বললেন, “ও (কুমার বিশ্বজিৎ) তো অনেক সময় আমাকে তুই-টুই বলে ফেলে! বলে যে, ‘তুই চুপ থাক। তুই এটা কর। ’ আমি কিছু মনে করি না। ওর মেজাজ আমি বুঝি। কাজের জন্য কোনো আপস করে না কুমার বিশ্বজিৎ। শুরু থেকে যেমন করে ওর পাশে আছি, সারাজীবন থাকবো। ”

শেখ সাদী খানের রসোদীপ্ত এই বক্তব্য শুনে মিলনায়তনভর্তি দর্শক-অতিথিরা বেশ আনন্দ পেয়েছেন। এরপর সৈয়দ আবদুল হাদীর বক্তৃতায় জানা গেলো আরেকটি বিষয়। কুমার বিশ্বজিৎ সম্পর্কে বলতে গিয়ে গুণী এই গায়ক বলেন, ‘ওর প্রথম অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানেও আমি ছিলাম। সেটা ৩৪ বছর আগের কথা। তখনও আশীর্বাদ করেছিলাম, আজও করছি। সারাজীবন দোয়া করবো ওর জন্য। ’
 
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ‘সারাংশে তুমি’র ডিজিটাল প্রকাশনা উপলক্ষে বসেছিলো তারাদের মিলনমেলা। এখানে বক্তব্য রেখেছেন আরও অনেকে। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কিছু গান গেয়ে শোনান কুমার বিশ্বজিৎ। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। এটি উপস্থাপনা করেন মুনমুন।

জমকালো এ আয়োজন করেছে ইবি সল্যুশন্স লিমিটেড। পথযাত্রার ১২ বছরে পদার্পণের মুহূর্তটি তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান বাংলা ঢোল বাজারে এনেছে ‘সারাংশে তুমি’। অ্যালবামটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতা। অ্যালবামের গানগুলো এখন শোনা যাচ্ছে ৪৬৪৬৫ নম্বরে ডায়াল করে।

* কুমার বিশ্বজিতে গুণমুগ্ধ এক সন্ধ্যা
* কুমার বিশ্বজিতের সঙ্গে কিছুক্ষণ: ‘সারাংশে তুমি’ নামটাই চূড়ান্ত

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।