ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আরেকটি ভিডিওতে নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরেকটি ভিডিওতে নীলাঞ্জনা নীলা

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে টেলিছবি ও মিউজিক ভিডিওতে দর্শকদের সামনে থাকছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ইউটিউবে আসবে ইলিয়াস হোসেনের গাওয়া ‘অনেক কথা আছে’ গানের ভিডিও।

এতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন নীলা। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সুর করেছেন ইলিয়াস নিজেই। সংগীতায়োজনে রেজওয়ান শেখ। এর দৃশ্যায়ন হয়েছে তেজগাঁওস্থ কোক স্টুডিও, বিমানবন্দর ও উত্তরায়।

এর আগে ইলিয়াস হোসেন ও তাসমিনা অরিনের গাওয়া ‘না বলা কথা-৩’ গানের ভিডিওতে মডেল হন নীলা। এর সুর ও সংগীত পরিচালনা করেন আরফিন রুমি। দুটি গানেরই কথা লিখেছেন জাহিদ আকবর।

এদিকে চ্যানেল আইতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘সম্পর্কের বাইরে’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। এতে নীলার সহশিল্পী নাঈম, ডলি জহুর, আবুল হায়াত প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।