ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

তাহসানের কণ্ঠে তিশার লেখা গান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
তাহসানের কণ্ঠে তিশার লেখা গান! ‘তোমায় ভেবে লেখা’ নাটকে তিশা ও তাহসান

রাজধানীর ব্যস্ত একটি ব্যান্ডে যোগ দিয়ে অল্প দিনে সুনাম কুড়িয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী রিসাদ। কথাবার্তা থেকে শুরু করে পোশাক, চেহারা, শিক্ষা- সবমিলিয়ে রিসাদ যথেষ্ট স্মার্ট।

র‌্যাম্প ও বিজ্ঞাপন জগতে জনপ্রিয় মডেল আদৃতার সঙ্গে এক অনুষ্ঠানে পরিচয় হয় রিসাদের। ধীরে ধীরে তাদের প্রেম শুরু হয়।  একসময় আদৃতার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তানিনের। একা হয়ে যায় রিসাদ। ছেড়ে দেয় ব্যান্ডও।

মেঘলাদের বাসা ভাড়া নেয় রিসাদ। এই মেয়েটি মাঝে মধ্যে গল্প-কবিতা লেখে। রিসাদের পুরনো গানের ভক্ত মেঘলা। সেই সূত্রে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মেঘলার একটি কবিতা দিয়ে রিসাদ গান সুর করে ফেলে। কিছুদিন পর একটি টিভি চ্যানেলে ওই গানটি গেয়ে প্রশংসিত হয় রিসাদ। টিভি স্টুডিও থেকে বের হয়ে সে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে।

গল্পটা ‘তোমায় ভেবে লেখা’র। এতে রিসাদ চরিত্রে তাহসান, মেঘলার ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা আর আদৃতা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। ভালোবাসা দিবসের নাটকটিতে আরও আছেন আদনান ফারুক হিল্লোল, নাবিলা ইসলাম ও মিতুল রহমান।

গল্পটি লিখেছেন বিপ্লব দাশ, চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। আগামী ১৪ ফেব্রুয়ারি ৮টায় আরটিভিতে প্রচার হবে এটি। ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত ‘তোমায় ভেবে লেখা’ প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।

বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।