ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

তাহসান ও জন আবার একসঙ্গে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
তাহসান ও জন আবার একসঙ্গে

দু’জন একসময় ছিলেন ব্ল্যাক ব্যান্ডে। তাই তাহসান ও জন একত্র হলেই কৌতূহল জাগে।

দুই বছর আগে ঈদের জন্য নির্মিত ‘অ্যাডিকশন’ নাটকে অভিনয় করেন তারা। এবার ভালোবাসা দিবসের একটি নাটকে দেখা যাবে দুই পুরোনো বন্ধুকে। নাম ‘হাতটা দাও না বাড়িয়ে’।

আগেরটির মতো এটি লিখেছেন ও পরিচালনা করছেন শাফায়েত মনসুর রানা। নাটকটিতে তাহসান ও জনের সহশিল্পী মেহজাবিন। তিনি আছেন অনীষা চরিত্রে। তাকে সবাই মনে করে পাগলাটে। কিন্তু তার ভেতরের কষ্টগুলোকে কেউ বোঝে না, বুঝতে পারে না তাকেও। এমন সময় তার জীবনে আসে ছোট্ট জোহান, যার মুখ চেয়ে কষ্ট ভোলে সে, পুরোদস্তুর মা হয়ে বাচ্চাটাকে সামলায়। কিন্তু অনীষাকে সারাজীবন সামলে রাখবে কে? কেউ কি আসবে তার জীবনে?

উত্তর পাওয়া যাবে আফসানা কাশেম মিমির গল্প থেকে নির্মিত নাটকটিতে। ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘হাতটা দাও না বাড়িয়ে’।

২০০৪ সালে তাহসান ও জন অভিনয় করেছিলেন আফসানা মিমি পরিচালিত ‘কাছের মানুষ’ ও ‘অফবিট’ একসঙ্গে দুটি ধারাবাহিক নাটকে। পরের বছর ব্ল্যাক ছেড়ে দেন তাহসান। এরপর থেকে তাহসান ও জনকে একসঙ্গে দেখা যায়নি। পরে অবশ্য জনও ব্ল্যাক ছেড়েছেন। দু’জনেরই আলাদা ব্যান্ড আছে এখন। জনপ্রিয় এ দুই সংগীতশিল্পীকে একই নাটকে আবার পাওয়া নিশ্চয়ই ভক্তদের জন্য বাড়তি পাওনা।

** একই নাটকে তাহসান-জন

বাংলাদেশ সময় : ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।