ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখকে জরিমানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
শাহরুখকে জরিমানা শাহরুখ খান

‘দিলওয়ালে’ লোকসানে ডুবিয়েছে। তারও আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ১ লাখ ৯৩ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে।

ভারতের মুম্বাইয়ে নিজের বাংলো মান্নতের বাইরে তিনি অবৈধ পথ তৈরি করায় সেটি উচ্ছেদ করার ব্যয় হিসেবে এ অংক ধরা হয়। গত ১১ ফেব্রুয়ারি খবরটি বেরিয়েছে।

তথ্য অধিকার আইন কর্মী অনিল গালজালি বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানান, বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে মাউন্ট ম্যারি রোডে নিজের অভিজাত বাংলোর বাইরে ভ্যানিটি ভ্যান রাখার জন্য ছয় ইঞ্চি দীর্ঘ সিমেন্ট-কংক্রিটের অবৈধ পথ তৈরি করেছেন শাহরুখ। এ কারণে মাউন্ট ম্যারি গির্জায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ জানায় বিএমসির কাছে। এর পরিপ্রেক্ষিতে তারা পদক্ষেপ নিলো।

গত বছরের ৬ ফেব্রুয়ারি শাহরুখকে নোটিশ পাঠায় বিএমসি। পরে ১৫ ফেব্রুয়ারি অবৈধ কাঠামোটি উচ্ছেদ করা হয়। এর খরচ হিসেবে ১ লাখ ৯৩ হাজার ৭৮৫ রুপি জরিমানা দিতে হয়েছে তাকে। গত বছরের মার্চে সিটি ব্যাংকের চেকে এই অর্থ দিয়ে দেন তিনি।

বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।