ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ছোট পর্দায় ভালোবাসাবাসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ছোট পর্দায় ভালোবাসাবাসি

বিশ্ব ভালবাসা দিবসকে বরণ করে নিতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। রোববার (১৪ ফেব্রুয়ারি) ছোট পর্দায় সারাদিন দর্শক-শ্রোতাদের জন্য থাকছে ভালোবাসাময় নানান আয়োজন।

চাইলেই রিমোটে চেপে উপভোগ করতে পারবেন ভালবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটির খবর রইলো।

* (বাঁয়ে) ‘গল্পের রঙ নীল’ নাটকে তিশা। এনটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টা ২০ মিনিটে ‘তোমায় ভেবে লেখা’ নাটকেও দেখা যাবে তাকে।

* ‘কালার ফুল’ নাটকে আরফান নিশো ও সানজিদা প্রীতি। দেশ টিভিতে প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে। আরটিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাকছে এ জুটির নাটক ‘বাকবাকুম ভালোবাসা’।

* (বাঁ থেকে) ‘ক্যাফেটেরিয়া’ (এসএ টিভিতে রাত ৯টায়), ‘হাতটা দাও না বাড়িয়ে’ ( বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে), ‘ব্রেক-আপ ব্রেক-ডাউন আফটার ম্যারেজ’ (মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায়) এবং ‘সোনাই’ (চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে) নাটকে মেহজাবিন।



* (বাঁয়ে) ‘নিজেকে দেখুন’ টেলিছবিতে ইরফান সাজ্জাদ ও উর্মিলা শ্রাবন্তী কর।  এনটিভিতে প্রচার হবে রাত সাড়ে ১১টায়। তার আগে চ্যানেল নাইনে রাত ৮টা ৪৫ মিনিটে রয়েছে এ জুটির নাটক ‘গিটার’।



* নাজিরা মৌ ও আনিসুর রহমান মিলন। এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে তাদের অভিনীত ‘ইডিয়ট’। এরপর রাত ১০টায় একুশে টেলিভিশনে ‘আনওয়ান্টেড’ নাটকে দেখা যাবে এ দু’জনকে।

আবৃত্তি, সংগীত

* আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। বৈশাখী টিভিতে রাত ১০টা ৫০ মিনিটে ভালোবাসার কালজয়ী কবিতা আবৃত্তি করবেন তিনি। চ্যানেল নাইনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘ভালোবাসার কাব্যপাঠ’-এ থাকছে তার পরিবেশনা। একুশে টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ভালোবাসার আলাপান’ আবৃত্তি অনুষ্ঠানেও থাকবেন তিনি।

* আরফিন রুমি। বাংলাভিশনের ‘রিদম অব ভ্যালেন্টাইন’-এ সংগীত পরিবেশন করবেন তিনি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে।

* কিশোর ও কর্ণিয়া। চ্যানেল নাইনের স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন তারা। সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ৪০ মিনিটে।

চলচ্চিত্র
এটিএন বাংলায় সকাল ১০টা ৩৫ মিনিটে ‘বলনা তুমি আমার’ (শাকিব খান, শখ), চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে ‘ভালোবাসবোই তো’ (মৌসুমী, ওমর সানী, নিলয়), এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে ‘সবাই তো ভালোবাসা চায়’ (রাজ্জাক, ববিতা, ইমন, পূর্ণিমা, বাপ্পারাজ), আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে ‘জটিল প্রেম’ (বাপ্পি, আঁচল), বৈশাখী টিভিতে ‘ভালবাসার গল্প’ (আনিসুর রহমান মিলন, মুনিয়া আফরিন, মিশা সওদাগর), চ্যানেল নাইনে সকাল ৯টায় ‘ভালোবাসার শেষ নেই’ (সম্রাট, সাহারা, নিপুণ, রাজ্জাক), দেশ টিভিতে সকাল ৮টায় ‘বেনাম বাদশা’ (ইলিয়াস কাঞ্চন, দিতি, আলিরাজ, অরুণা বিশ্বাস)।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।