ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বাফটা শাসন করলো ‘দ্য রেভেন্যান্ট’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বাফটা শাসন করলো ‘দ্য রেভেন্যান্ট’ (বাঁ থেকে) আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু, লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৬৯তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতলো আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’। এতে কিংবিদন্তি অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও।

ফলে তার অস্কারজয়ের সম্ভাবনা আরও প্রবল হলো।

লন্ডনের রয়েল অপেরা হাউসে ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্রিটেনে চলচ্চিত্রের জন্য পুরস্কার বিতরণীর সবচেয়ে বড় এ আয়োজন উপস্থাপনা করেন অভিনেতা স্টিফেন ফ্রাই।

অস্কারে সবচেয়ে ফেভারিট ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য বাফটায় সেরা পরিচালক হয়েছেন ইনারিতু। এই জয়কে অভুতপূর্ব উল্লেখ করে তিনি বলেছেন, ‘ডিক্যাপ্রিওর প্রতিভা আর অঙ্গীকার এমন ঝুঁকিপূর্ণ প্রকল্পে স্বস্তির নিঃশ্বাস হিসেবে কাজ করেছে। ’ অস্কারজয়ের দৌড়ে তিনিও এগিয়ে গেলেন অনেকটা।

বাফটায় ‘দ্য রেভেন্যান্ট’ চিত্রগ্রহণ আর শব্দগ্রহণ শাখায়ও সেরার স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে চতুর্থবার বাফটা পেলেন চিত্রগ্রাহক ইমানুয়েল লুবেজকি। এর মধ্যে এবার করেছেন হ্যাটট্রিক। ‘গ্র্যাভিটি’, ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’ তাকে এই সম্মান এনে দিয়েছে। আশা করা হচ্ছে, অস্কারও জিতবেন তিনি।

গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের পর বাফটায়ও সেরা অভিনেত্রী হয়েছেন ব্রি লারসন। ‘রুম’ ছবিতে পাঁচ বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে বছরের পর বছর একটি ছোট্ট বাড়িতে বন্দি থাকা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ড্যানি বয়েলের পরিচালনায় স্টিভ জবসের বিশ্বস্ত সহকারী জোয়ানা হফম্যান চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট।   ‘ব্রিজ অব স্পাইস’ ছবিতে ব্রিটিশ বংশোদ্ভুত সোভিয়েত প্রতিনিধির চরিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতার সম্মান উঠেছে মার্ক রাইল্যান্সের হাতে।

দ্বিতীয় সর্বাধিক চারটি পুরস্কার পেয়েছে জর্জ মিলারের অ্যাকশন ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (পোশাক পরিকল্পনা, সম্পাদনা, শিল্প নির্দেশনা, রূপ ও চুলসজ্জা)।

অনুষ্ঠানে শুরুতেই দেওয়া হয় আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবির পুরস্কার। এটি পেয়েছে জন ক্রাউলি পরিচালিত ‘ব্রুকলিন’। এর গল্প নিউইয়র্কে দেশান্তরী হওয়া এক আইরিশ তরুণীকে ঘিরে। দর্শকদের ভোটে সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছেন ‘স্টার ওয়ারস’ অভিনেতা জন ভয়েগা। এটাকে তিনি অপ্রত্যাশিত সাফল্য বলছেন।

সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে আর্জেন্টিনার ‘ওয়াইল্ড টেলস’। সেরা অ্যানিমেটেড ছবি ‘ইনসাইড আউট’। ২০১১ সালে মারা যাওয়া ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের জীবন নিয়ে নির্মিত ‘অ্যামি’ হয়েছে সেরা প্রামাণ্যচিত্র।

চলচ্চিত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বাফটা ফেলোশিপ পেয়েছেন মার্কিন চলচ্চিত্রকার স্যার সিডনি পয়টিয়ার। স্বাস্থ্যগত কারণে অনুষ্ঠানে আসতে না পারায় ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। ১৭৫ বছর পুরনো দীর্ঘ কস্টিউম হাউস অ্যাঞ্জেলস কস্টিউমসকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়েছে বেশ কয়েকজন প্রয়াত শিল্পীকে। তারা হলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড বোওয়ি, ব্রিটিশ অভিনেতা স্যার ক্রিস্টোফার লি, অ্যালান রিকম্যান, ফ্রাঙ্ক ফিনলে  ও রন মুডি, মিসরীয় অভিনেতা ওমর শরীফ, আইরিশ-আমেরিকান অভিনেত্রী মাউরিন ও’হারা, ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা সাঈদ জাফরি।

এবারের বাফটায় সেরা
চলচ্চিত্র : দ্য রেভেন্যান্ট
পরিচালক : আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
অভিনেতা : লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
অভিনেত্রী : ব্রি লারসন (রুম)
পার্শ্ব অভিনেতা : মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)
পার্শ্ব অভিনেত্রী : কেট উইন্সলেট (স্টিভ জবস)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য : দ্য বিগ শর্ট (অ্যাডাম ম্যাককে, চার্লস র‌্যান্ডলফ)
অ্যানিমেটেড ছবি : ইনসাইড আউট
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন : এডমন্ড
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অপারেটর
চিত্রগ্রহণ : দ্য রেভেন্যান্ট (ইমানুয়েল লুবেজকি)
পোশাক পরিকল্পনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (জেনি বিভ্যান)
প্রামাণ্যচিত্র : অ্যামি
উঠতি তারকা : জন বয়েগা
সম্পাদনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্গারেট সিক্সেল)
বিদেশি ভাষার ছবি : ওয়াইল্ড টেলস
রূপ ও চুলসজ্জা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
মৌলিক সুর : দ্য হেইটফুল এইট (এনিও মোরিকন)
মৌলিক চিত্রনাট্য : স্পটলাইট (টম ম্যাককার্থি, জশ সিঙ্গার)
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি : ব্রুকলিন
আউটস্ট্যান্ডিং নতুন ব্রিটিশ লেখক, পরিচালক/প্রযোজক : দ্য থিব (রুপার্ট লয়েড)
শিল্প নির্দেশনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
শব্দ : দ্য রেভেন্যান্ট
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস : স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স

বাংলাদেশ সময় : ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।