ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘আগুন আল্পনা’য় স্বর্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
‘আগুন আল্পনা’য় স্বর্ণা সাদিকা স্বর্ণা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোটবেলায় মা মারা যাওয়ার পর দেশের বাইরে চলে গিয়েছিলো মেয়েটি। বাবা আরেকটি বিয়ে করেছেন।

এ কারণে তার ওপর মেয়ের প্রচন্ড অভিমান। বাইরে থেকে পড়াশোনা করেছে মেয়েটি। সে খুব খামখেয়ালি আর পাগলাটে। উরাধুরা রকমের। লুকিয়ে ছবি আঁকে মেয়েটি। ১৩ বছর পর দেশে ফিরে আসে সে।

এই মেয়েটির চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিকা স্বর্ণা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে যার উত্থান। তিনি জানালেন, বিদেশে বেড়ে উঠলেও মেয়েটি বেশিরভাগ কথা বলে বাংলায় এবং সুন্দর উচ্চারণে। পোশাক-আষাকও প্রচলিত বিলেতফেরত মেয়ের মতো নয়। দেশে এসে আকস্মিক এক কারণে বড়সড় সমস্যায় পড়ে সে। এখান থেকেই ‘আগুন আল্পনা’র গল্প শুরু।

ধারাবাহিক নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন মাতিয়া বানু শুকু। এর আগে তার পরিচালনায় ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকে অভিনয় করেন স্বর্ণা। ওটা নিয়ে দারুণ সাড়া পান তিনি। এবারের চরিত্রটি নিয়েও আশাবাদী কণ্ঠে স্বর্ণা বাংলানিউজকে বললেন, ‘আকর্ষণীয় একটা চরিত্র। কাহিনীটাও জবরদস্ত। শুকু আপার গল্পের বুনোট খুব সুন্দর। চরিত্রগুলোতেও কাজ করার অনেক কিছু থাকে। ’

এ নাটকে স্বর্ণার সহশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য রওনক হাসান, তমালিকা কর্মকার, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, ফখরুল বাসার মাসুম, চাষী। উত্তরায় এর দৃশ্যধারণ চলছে। ‘আগুন আল্পনা’ তৈরি হচ্ছে চ্যানেল নাইনের জন্য।

* ‘বন্ধু হিসেবে আমি খুব ভালো’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।