ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভ্যালেন্টাইনে আলিয়ার ডেটিং টিপস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভ্যালেন্টাইনে আলিয়ার ডেটিং টিপস আলিয়া ভাট

ভালোবাসা দিবস ভালোভাবে উদযাপন করতে হয়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এমনটাই মনে করেন।

এজন্য আগেভাগে পরিকল্পনা থাকা খুব জরুরি বলেও মন্তব্য তার। একসঙ্গে সূর্যোদয় দেখা থেকে শুরু করে তার জন্য বিশেষ পদ রান্না করার মতো নানান পরিকল্পনা করে ভালোবাসার মানুষের চোখেমুখে ঝিলিক এনে দিতে পারেন যে কেউ। ২২ বছর বয়সী এই তারকার তেমন কয়েকটি টিপস।

পরিকল্পনা
প্রথমে ঠিক করুন ভালোবাসার মানুষের সঙ্গে কীভাবে দিনটি কাটাতে চান। তার কাছে বিশেষ মনে হবে এমন কিছু ভাবুন। একান্তে সময় কাটানোর জন্য ভালো পরিকল্পনা যে কারও মনে আলাদাভাবে ছাপ ফেলতে পারে। বিশেষ করে নতুন কোনো মানুষ।

ছবি দেখ‍া
হাসি, কান্না ও প্রেমে পড়ার অভিজ্ঞতা উদযাপন করুন ভালোবাসার মানুষকে পাশে রেখে। পপকর্ন, শীতল কফি আর আইসক্রিম এই উচ্ছ্বাস বাড়িয়ে দিতে পারে। শুরুতে দেখতে পারেন ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ ও ‘গন উইথ দ্য উইন্ড’, এরপর ‘টাইটানিক’, ‘দ্য নোটবুক’ ও ‘প্রিটি ওম্যান’-এর মতো ছবি বেছে নিতে পারেন

সূর্যোদয় দেখা
আমাদের মধ্যে অনেকেই সুইটহার্টের সঙ্গে অপরূপ সূর্যাস্ত দেখেন। কিন্তু ভ্যালেনটাইন’স ডে’তে সূর্যোদয় দেখবেন না কেনো? দু’জনের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু বোঝাতে এ অনুভূতিকে ডুবিয়ে রাখুন।

ঘুরতে যাওয়া
সব চিন্তা ঝেড়ে দূরে কোথাও ঘুরে আসুন। এটা বেড়ানো নয়, বরং নিজেকে নিয়ে নতুনভাবে জানা হবে। চেনা শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে ভিন্নরকম ভ্যালেন্টাইনস ডে’র অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এতে সম্পর্ককে আরও নিবিড় করবে।

রান্না করা
রাঁধুনি বা বাবুর্চির পোশাক পরে নিন। আপনার বানানো খাবার ভালোবাসার মানুষকে মুগ্ধ করতে পারে সহজে। রাঁধুন তার পছন্দের কেক ও কুকিজ। তাকে বোঝান তিনি আপনার জন্য স্পেশাল।

ক্লাসিক রোমান্টিক সন্ধ্যা
যদি আপনি পাগল প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তাহলে মোমবাতির আলো থাকা পছন্দের রেস্তোরাঁয় নৈশভোজ আয়োজন করে সুন্দর রাতকে করতে পারেন দীর্ঘ। সান্ধ্যকালীন প্রেমসংগীত, ফুল, চকোলেট আর ঝিলিমিলি বাবল রাখতে পারেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারেন, তার প্রিয় প্রেমের গান বাজানোর জন্য। এতেই বোঝা যাবে আপনি তার কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু।

চমকে দেওয়া
নানান চমক দিয়ে তার দিন করে দিতে পারেন পরিপূর্ণ। হৃদয় আকৃতির চকোলেট বা মিষ্টি খাবার ও প্রেমের চিরকুট লুকিয়ে রাখতে পারেন। এতে আপনার ভালোবাসার মানুষ বুঝ‍বেন, তিনি আপনার কাছে অনেক স্পেশাল। এর চেয়েও ভালো হতে পারে তার কর্মস্থলে ফুলের তোড়া পাঠালে। এর মাধ্যমে ভালোবাসার কথা জানানো হয়ে যায় সরাসরি। এসবের মধ্য দিয়ে ঘনিষ্ঠ বন্ধু থেকে আপনার জীবনে ভালোবাসার মানুষে রূপান্তর হয়ে যেতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।