ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার রহস্যময় ভ্যালেন্টাইন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ক্যাটরিনার রহস্যময় ভ্যালেন্টাইন ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভ্যালেন্টাইন ডে উদযাপন বড়ই রহস্যময় হয়ে উঠেছে। প্রশ্ন করতে পারেন, কেনো? শুনুন তাহলে।



ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়েছে, রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রাক্তন প্রেমিক বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে থাকবেন ক্যাট। একান্তে সময় কাটানো নয়, অনুরাগ বসুর পরিচালনায় ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ করবেন দু’জনে। ভালো কথা।  

কিন্তু সমস্যা হলো বলিউডের আরও দুই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা আর আদিত্য রয় কাপুরও দাবি করছেন, তারাও ক্যাটরিনার সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করবেন। কয়েকদিন আগে সিদ্ধার্থ জানান, ১৪ ফেব্রুয়ারি নিজেদের নতুন ছবির কাজ করবেন তারা।

এদিকে আদিত্যও জানিয়েছেন, ভালোবাসা দিবসে ক্যাটরিনাকে নিয়ে গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ফিতুর’ ছবির প্রচারণা চালাবেন তিনি। চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এরই মধ্যে বক্স অফিসে এর শুরুটা ভালোই হয়েছে।

সব খবর যদি সত্যি হয়, তাহলে দেখার বিষয় একই দিনে কীভাবে সব কাজ সম্পন্ন করেন ক্যাটরিনা। তবে এটা সম্ভব নয় মোটেই। কারণ হ্যারি পটারের জাদুর স্কুল হগওয়ার্টসে তিনি পড়েননি যে জাদুর মতো কয়েক সেকেন্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন! আপনাদের কি মনে হচ্ছে?

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।