ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

পোস্টারে কারিনা-অর্জুনের চুম্বন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পোস্টারে কারিনা-অর্জুনের চুম্বন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা অর্জুন কাপুরকে ‘কি অ্যান্ড কা’ ছবির নতুন পোস্টারে চুম্বন দৃশ্যে দেখা যাচ্ছে। এ নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।

একে তো কারিনার চেয়ে অর্জুন পাঁচ বছরের ছোট। তার ওপর আবার পোস্টারেই চুম্বন দৃশ্য।   

এ প্রসঙ্গে ৩০ বছর বয়সী অর্জুন বললেন, ‘এই স্থিরচিত্রটি সবার পছন্দের। এটা ছবিটির আবেগ ও স্পৃহা। এতে কোনো জোরাজুরি হয়নি। এ স্থিরচিত্রে এক বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা ও উষ্ণতার প্রতিফলন ঘটেছে। আমি নিশ্চিত, দম্পতিরা একে অপরকে ভালোবেসে যাবে। ’

অর্জুনের সঙ্গে যোগ করে কারিনা বলেছেন, ‘এবারই প্রথম কোনো পোস্টারে আমার চুম্বন দৃশ্য রয়েছে। তবে এতে খারাপ কিছু দেখছি না। ছবিটিতে আমরা রীতিবিরুদ্ধ দম্পতির চরিত্রে অভিনয় করেছি। আমরা যদি চুম্বন না করি, তাহলে কে করবে!’

অর্জুনকে উদ্দেশ্য করে রসিকতার সুরে বেবো আরও বলেন, ‘ও তো ওর সব ছবির নায়িকাকেই চুমু দিয়েছে। ও তো সেই সুযোগের অপেক্ষাতেই থাকে! ওর সেই আবেগটা আছে। ’

কারিনার মুখে একথা শুনে অর্জুন হো হো করে হেসে বলেন, ‘তার মানে আমার ভাবমূর্তি খারাপ? তোমার এ কথার পর তো আমার আর বিয়েই হবে না, গার্লফ্রেন্ডও পাবো না। ’   

আর. বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ ছবিতে কিয়া চরিত্রে কারিনা আর অর্জুন আছেন কবিরের ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে অর্জুনকে রান্না শিখতে হয়েছে। জীবনে প্রথমবার রান্নাঘরে গিয়ে নানান পদের খাবার রেঁধেছেন তিনি। পাস্তা আর ডিম ভুনা করতে পারেন ভালো।

অর্জুনের কথায়, ‘এ ছবির কাজ করার আগে চা পর্যন্ত বানাতে পারতাম না। ওটাও শিখেছি। সবজি চপ কীভাবে বানাতে হয় তা-ও এখন জানি। গল্পে রোজ সকালে স্ত্রীর জন্য আমাকে নাস্তা বানাতে দেখবেন দর্শকরা। ’

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।