ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এই ভ্যালেন্টাইনে তপু (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এই ভ্যালেন্টাইনে তপু (ভিডিও) তপু/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘একটু পর ওকে (নাজিবা) নিয়ে ঘুরতে বের হবো। লাঞ্চ করবো।

সন্ধ্যায় শো আছে। তারপর আবার ঘোরাঘুরি, ডিনার শেষে বাসায় ফিরবো-’ স্ত্রীকে নিয়ে এভাবেই ভালোবাসা দিবস কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী তপু। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে এমনটাই জানালেন তিনি।

তপু জানান, প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন তিনি। নাজিবা প্রেমিকা হিসেবে যেমন ছিলেন, স্ত্রী হিসেবেও তেমনই আছেন। বিশেষ দিনগুলোতে এখনও তারা প্রেমিক-প্রেমিকার বেশে ঘুরে বেড়ান।

স্ত্রীকে ভালোবাসা দিবসের উপহার হিসেবে তপু একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে। ‘ভালো আছি’ শিরোনামের গানটিতে মডেল হয়েছেন নাজিবাও। তপু ও ন্যানসির গাওয়া গানটি প্রকাশিত হয় প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে ‘কেয়া পাতার নৌকো’ অ্যালবামে।

‘ভালো আছি’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজারে। তপু আগেই জানিয়েছিলেন, শখের বশে তিনি একটি ক্যামেরা কিনেছিলেন। সেটা নিয়ে তারা ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। তখনই ভিডিওটি তৈরি করা হয়।

ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেশ সাড়া মিলছে। স্ত্রীকে ভালোবাসা দিবসে এমন উপহার দিতে পেরে উচ্ছ্বসিত তপু। এর আগে তপুর ‘এই কি বেশি না’ গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন নাজিবা।

এদিকে তপু নিজের ব্যান্ড যাত্রী নিয়ে রোববার সন্ধ্যায় সরাসরি গান গেয়ে শোনাবেন গুলশানের পেডা টিং টিং রেস্তোরাঁয়। ভক্তদের পাশাপাশি দর্শকসারিতে এখানে উপস্থিত থাকবেন নাজিবা।

* ‘ভালো আছি’ গানের ভিডিও :

* তপুর গানের মডেল তার অর্ধাঙ্গিনী

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।