ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভালাবাসার দিনে বিরহী বালাম (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভালাবাসার দিনে বিরহী বালাম (ভিডিও)

‘কী জ্বালা দিলি বন্ধুরে
আগুন জ্বলে মনের পিঞ্জরে
কেমনে বুঝাই বন্ধুরে
তোরে ছাড়া বাঁচি কী করে
তোরে ছাড়া বাঁচে না জীবন
তুই আমার চান্দেরই কিরণ
সেই কিরণে মনটা জ্বলেরে
তুই আমার কতো যে আপন
তোরে ছাড়া শুন্য এই ভুবন
রাখবো তোরে মনের গভীরে…’

এমন কথায় নতুন বিরহের গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হলো এটি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ইউটিউবে এসেছে এর অংশবিশেষ।

বালামের বোন সংগীতশিল্পী জুলি জানান, ‘মেঘে ঢাকা’র পর নতুন গান ও ভিডিও নিয়ে ভক্তদের সামনে এসেছেন বালাম। গানটির কথা লিখেছেন তাপস ও শাখাওয়াৎ আল মামুন। সুর ও সংগীতায়োজনে তাপস।

‘কী জ্বালা’ শিরোনামের গানটির ভিডিওচিত্রটি তৈরি করেছেন তাপস ও মুন্নী। সংশ্লিষ্টরা জানান, দু’একদিনের মধ্যে বের হবে পুরো গানের ভিডিও। ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি গানবাংলায় দেখা যাবে।

দীর্ঘ বিরতির পর গত বছর নতুন গান বের করেন বালাম। কয়েক মাস পর আবার তিনি ফিরেছেন নতুন গানে। ভক্তরা চান, নিয়মিত গান করুন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

* বালামের গাওয়া ‘কী জ্বালা’ গানের অংশবিশেষ :


* বালামের ‘মেঘে ঢাকা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।