ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সোলসের মিউজিক ভিডিওতে অপর্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সোলসের মিউজিক ভিডিওতে অপর্ণা অপর্ণা ঘোষ/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বছর আগের কথা। তখন ‘রাব্বু ভাইয়ের বউ’ নাটকে গায়ক-নায়ক পার্থ বড়ুয়ার সঙ্গে অভিনয় করছিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

একদিন দুপুর ১২টায় পার্থর কল এলো তার মোবাইলে। যেতে বললেন উত্তরায়। এরপর কী হলো?

অপর্ণা বাংলানিউজকে বললেন, ‘আমি গেলাম। যাওয়ার পর দাদা বললেন, এই করো, ওই করো। বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করলাম। পরে জানতে পেরেছি এতোক্ষণ সোলসের ভিডিওর কাজ হয়েছে!’

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে এসেছে অপর্ণা অভিনীত সেই মিউজিক ভিডিও। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড সোলসের ‘নির্মলেন্দু গুণ’ গান এটি। এটাই কোনো গানের জন্য অপর্ণার একমাত্র কাজ।

১৪ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সোলস ব্যান্ডের কাণ্ডারী পার্থ বড়ুয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসকে আরও একটু রাঙিয়ে দিতে আমাদের এই আয়োজন। আশা করছি, ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। ’

২০১১ সালে সোলসের ‘জ্যাম’ অ্যালবামে ‘নির্মলেন্দু গুণ’ গানটি স্থান পায়। দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণে অনুপ্রাণিত হয়ে এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল।  
 
* সোলসের ‘নির্মলেন্দু গুণ’ গানের ভিডিও :


* পরম জানাশোনায় মুগ্ধ অপর্ণা!
* পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা!
* সৌন্দর্যের জন্যই পুরোটা সময়
* যিনি সুতপা, তিনিই অপর্ণা!
* নিজ গাঁয়ে অপর্ণা
* পল্লীকবির নায়িকা অপর্ণা
* অপর্ণার একক অভিনয়

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।