ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সানি লিওনের প্রথম ডেটিং যেমন ছিলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সানি লিওনের প্রথম ডেটিং যেমন ছিলো সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওনের প্রথম ডেটিং কেমন ছিলো? তিনি নিজেই জানালেন, তেমন বিশেষ কিছু হয়নি সেদিন। সাদামাটাভাবেই কেটেছিলো তার প্রেমের প্রথম দিন।



শুধু রাতে প্রেমিকের সঙ্গে খেতে বেরিয়েছিলেন সানি লিওন। খাওয়া শেষে আবার নিজ নিজ ঘরে ফিরে গেছেন তারা। টাইমস অব ইন্ডিয়াকে এসব তথ্য দিলেও সেই প্রেমিকের নাম তিনি উল্লেখ করেননি।

ভালোবাসা উদযাপনের জন্য নির্দিষ্ট কোনো একটি দিনের ধারণায় মোটেই বিশ্বাসী নন বলেও জানিয়েছেন সানি। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘ভালোবাসলে বছরের ৩৬৫ দিনই তা পালন করা যায়। তবে প্রিয় মানুষের সঙ্গে বিশেষ কিছু করতে চাইলে এ দিনে বেরিয়ে পড়া যেতেই পারে। ’

এদিকে ‘মাস্তিজাদে’ ছবিতে আপত্তিকর দৃশ্যের কারণে আইনি ঝামেলায় পড়া সানি লিওন ভ্যালেন্টাইনস ডে কাটাচ্ছেন ভারতের বাইরে কাটাচ্ছেন। দু’দিন আগে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তিনি পাড়ি জমিয়েছেন লস অ্যাঞ্জেলসে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।