ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

যে মিস্টার উপহার দেওয়ার মাস্টার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
যে মিস্টার উপহার দেওয়ার মাস্টার! অসিন ও রাহুল শর্মা

এবারের ভালোবাসা দিবস দারুণ কেটেছে বলিউড অভিনেত্রী অসিনের। বিয়ের পর এটাই ছিলো তার প্রথম ভালোবাসা দিবস।

বিশেষ দিনটিতে তাকে কিছু আয়োজন করেছিলেন তার স্বামী রাহুল শর্মা। কিন্তু ঘুণাক্ষরেও তিনি তা বুঝতে দেননি অর্ধাঙ্গিনীকে। তাই তার জন্য এটি হয়ে উঠেছে রোমান্টিক চমক!

রোববার (১৪ ফেব্রুয়ারি) অসিনকে ঘরের বাইরে গাড়ির সামনে অপেক্ষা করতে বলেন রাহুল। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে খবরটি দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। এতে দেখা যাচ্ছে, দু’পাশে মোমবাতি জ্বালিয়ে বানানো পথ, পানিতে গোলাপের পাপড়ি। অন্যপ্রান্তে অপেক্ষা করছে একটি গাড়ি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই মিস্টার উপহার দেওয়ার মাস্টার। ভালোবাসা দিবসটা কি দারুণভাবেই না শুরু হলো!’

এরপর আরও একটি ভিডিও শেয়ার করেন অসিন। এতে দেখা যাচ্ছে- হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছেন রাহুল-অসিন দম্পতি। এখানেই শেষ নয়, তার তৃতীয় ও সর্বশেষ শেয়ার করা ভিডিওতে বোঝা গেলো একটি দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন দু’জনে। সেখানেই তারা দুপুর ও রাতের খাবার খেয়েছেন।   

অসিন ও রাহুলকে কয়েক বছর আগে পরিচয় করিয়ে দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেই পরিচয়ের সফল সমাপ্তি হয় গত ১৯ জানুয়ারি। ওইদিন মাইক্রোম্যাক্স মোবাইলের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। হিন্দু ও খ্রিষ্টান দুই রীতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ২৩ জানুয়ারি মুম্বাইয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বলিউড তারকারা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।