ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নায়লা নাঈমের নতুন জোড়া ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
নায়লা নাঈমের নতুন জোড়া ভিডিও নায়লা নাঈম

মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের নতুন দুটি ভিডিও বেরিয়েছে। এর একটি হলো ‘রাত্রীর যাত্রী’ ছবির আইটেম গান ‘আমি সুন্দরী নারী’।

এটি ইউটিউবে এসেছে গত ১০ ফেব্রুয়ারি।  ছবিটিতে অভিনয় করছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন ও সোনিয়া হোসেন।

‘আমি সুন্দরী নারী’ গানটির কথা লিখেছেন ছবিটির কাহিনিকার, সংলাপ রচিয়তা, চিত্রনাট্যকার ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এতে কণ্ঠ দিয়েছেন ব্রিটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান। সংগীত পরিচালনায় রাজা কাশেফ।  

এদিকে ‘মধুর মেয়ে’ নামের আরেকটি ভিডিওতে মডেল হয়েছেন নায়লা। এতে চিত্রনায়িকা অমৃতা খানও আছেন। গানটি গেয়েছেন জামান আশিক ও জামান আবিদ। কথা-সুরও তাদেরই। এটি ইউটিউবে এসেছে ১৩ ফেব্রুয়ারি।  

এর আগে তন্ময় তানসেনের ছবি ‘রানআউট’ ও মাবরুর রশিদ বান্নাহর নাটক ‘মাস্তি আনলিমিটেড’-এর আইটেম গানে নেচেছিলেন নায়লা। প্রীতমের ‘ভোট ফর ঠোঁট’-এ ছিলেন তিনি। সেগুলোও দারুণ আলোচিত হয়েছে। সামনে সাইফ চন্দনের ‘টার্গেট’-এর আইটেম গানে দেখা যাবে তাকে।   

* ‘আমি সুন্দরী নারী’ গানের ভিডিও :


* ‘মধুর মেয়ে’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময় : ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।