ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অনিশ্চয়তা কাটালো ‘হিরো ৪২০’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
অনিশ্চয়তা কাটালো ‘হিরো ৪২০’ (বাঁ থেকে) নুসরাত ফারিয়া, ওম ও রিয়া সেন

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো ৪২০’ ছবিটি ওপারে ১২ ফেব্রুয়ারি মুক্তি পেলেও এপারে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। তবে তা কেটে গেছে।

আগামী ১৯ ফেব্রুয়ারিতেই রাজধানীসহ সারাদেশে মুক্তি পাচ্ছে এটি।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘হিরো ৪২০’। প্রিভিউ কমিটির তিন অভিযোগের কারণে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। শেষ পর্যন্ত সব অভিযোগ খণ্ডনের মধ্য দিয়ে ছাড়পত্র পাওয়ার ফলে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ছবিটির একাংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। তাদের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

‘হিরো ৪২০’ পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির। এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া, ভারতের ওম ও রিয়া সেন। গত সপ্তাহে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।