ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

গ্র্যামিতে সুইফটের রেকর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গ্র্যামিতে সুইফটের রেকর্ড টেলর সুইফট

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে এর আগে কোনো গায়িকা দু’বার পুরস্কার জেতেননি। সেই ইতিহাস রচনা করলেন মার্কিন তারকা টেলর সুইফট।

‘নাইনটিন এইটি নাইন’ তাকে এনে দিয়েছে এই সম্মান।

অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে সুইফটের পুরস্কার পাওয়া ছিলো এবারের গ্র্যামির হতাশাজনক চমক। তিনি নিজেও চমকে গেছেন। কারণ ২০১৪ সালে গ্র্যামির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পরে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। তাই গত আসরে গণনাতেই ছিলো না এটি।

অবশেষে অনবদ্য কাজের স্বীকৃতি গেলো সুইফটের ঘরে। সাতটি মনোনয়নের মধ্যে তিনি ঘরে নিয়েছেন তিনটি পুরস্কার। এর মধ্যে অ্যালবাম অব দ্য ইয়ারই হলো সবচেয়ে বড়। ‘নাইনটিন এইটি নাইন’ সেরা পপ ভোকাল অ্যালবামও হয়েছে। একই অ্যালবামের ‘ব্যাড ব্লাড’ গানটি হয়েছে সেরা মিউজিক ভিডিও।

প্রথম গায়িকা হিসেবে দু’বার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জয় প্রসঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে মুখ খুলেছেন সুইফট। ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘কম বয়সী মেয়েদেরকে বলতে চাই, কিছু মানুষ আছে যা আমাদের সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টায় থাকে, নয়তো আপনার খ্যাতি কিংবা পরিচিতির কৃতিত্ব নিয়ে নিতে চায়। ’

যোগ করে সুইফট বলেন, ‘কিন্তু সেইসব মানুষকে পাশে ঘেঁষতে না দিয়ে কাজে মনোযোগ ধরে রাখলে একদিন না একদিন যেখানে যেতে চান সেখানে পৌঁছে যাবেন। তখন চারপাশে তাকিয়ে দেখবেন আপনিই ঠিক। মানুষের ভালোবাসা আপনাকে এখানে নিয়ে এসেছে। সেটাকেই মনে হবে পৃথিবীর সেরা অনুভূতি। ’

সুইফটের বক্তব্যে স্পষ্ট, র‌্যাপার কানইয়ে ওয়েস্টকে ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন তিনি। তাদের মধ্যে ঝামেলা হয়েছিলো সাত বছর আগে। ২০০৯ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সুইফট বেস্ট ফিমেল ভিডিও পুরস্কার জেতায় কানইয়ে মন্তব্য করেন, এটা বিয়ন্সের পাওয়া উচিত ছিলো। পরে অবশ্য নতুন শিল্পীকে অবজ্ঞা করার কারণে সমালোচিত হওয়ায় ক্ষমা চেয়েছেন তিনি। তারপর তারা বন্ধু হয়ে যান। সম্প্রতি কানইয়ে তার ‘ফেমাস’ গানে দাবি করেছেন, সুইফটকে তিনিই বিখ্যাত বানিয়েছেন! টুইটারেও একই দাবি করেন ৩৮ বছর বয়সী এই তারকা।

এদিকে ‘নাইনটিন এইটি নাইন’ সেরা পপ ভোকাল অ্যালবাম হওয়ার সময় দর্শকসারিতে ছিলেন না সুইফট। ফান ডট ব্যান্ডের গিটারশিল্পী জ্যাক অ্যান্টোনফ ও অ্যালবামটির এক প্রযোজক মঞ্চে গিয়ে পুরস্কারটি নেন। মোবাইলে রিং হওয়ার সময় জ্যাক বলছিলেন, ‘টেলরকে এখানে খুব দরকার ছিলো। এক সেকেন্ড, ও খামখেয়ালি হয়ে যাচ্ছে। ’ ফোন রিসিভ করার পর সুসংবাদ পেয়ে সুইফট চিৎকার করে বলে ওঠেন, ‘কি?! আমরা জিতেছি। আমরা পপ ভোকাল অ্যালবাম পুরস্কার জিতেছি!’

একইভাবে কেন্ড্রিক লামারকে নিয়ে সুইফটের গাওয়া ‘ব্যাড ব্লাড’ সেরা মিউজিক ভিডিও হওয়ার ঘোষণা আসতেই এর প্রযোজক রন মোরহফ রসিকতার সুরে বলেন, ‘দাঁড়ান, টেলরকে কল করতে চাই। ওহ, আমার কাছে তো ওর নাম্বারই নেই!’ 

* গ্র্যামি জেতায় বেসামাল সুইফট-সেলেনা!

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।