ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নতুন নতুন গানে আরফিন রুমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নতুন নতুন গানে আরফিন রুমি আরফিন রুমি

চলচ্চিত্র আর অডিও দুই মাধ্যমেই নতুন নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আরফিন রুমি। রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবির তিনটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন।

এর মধ্যে দুটিতে তিনি কণ্ঠও দিয়েছেন। এগুলোর একটিতে তার সহশিল্পী শেনিজ। একটি একক কণ্ঠে গেয়েছেন লেমিস।

এদিকে তিনটি গান নিয়ে নিজের নতুন একক অ্যালবাম সাজাচ্ছেন আরফিন রুমি। এর নাম রাখা হয়েছে ‘তোমারই নামে’। সিএমভি থেকে চলতি সপ্তাহে প্রকাশ হবে এটি।

তিনটি গানের মধ্যে দুটি দ্বৈত, একটি একক। ‘শুধু তুমি’ শিরোনামের দ্বৈত গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শী। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আরফিন রুমি জানালেন, অনেকদিন সময় পর পড়শী গাইলেন তার সঙ্গে।

এদিকে ভালোবাসা দিবসে সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে দম্পতিদের সুন্দর মুহূর্তের ছবি নিয়ে আয়োজিত ‘ভ্যালেন্টাইন ফেস্ট’ প্রতিযোগিতায় সংগীত পরিবেশন করেছেন আরফিন রুমি। ওইদিন রাতে বাংলাভিশনের ‘রিদম অব ভ্যালেন্টাইন’-এ সংগীত পরিবেশন করেন তিনি।

গত বছর ‘কিছু কথা আকাশে পাঠাও’ নামে তিন গানের একটি ভিডিও অ্যালবাম বের করেন আরফিন রুমি। এটি বাজারে আনে সংগীতা।

* ইউসুফকে পেয়ে আমার নতুন জন্ম হয়েছে : আরফিন রুমি
* বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গাইলেন আরফিন রুমি ও কর্নিয়া
* আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো ‘বাংলাদেশ’
* মা-বাবার প্রেম নিয়ে আরফিন রুমির গান
* তিন গান নিয়ে আরফিন রুমির ভিডিও অ্যালবাম
* মাস না পেরোতেই দেখা হয়েছে দুই লাখ বার
* ১০ মাস বয়সেই গানের মডেল

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।