ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

উদীচীর দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
উদীচীর দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন

দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিনের এ আয়োজন।

চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।

১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে কনভেনশন উদ্বোধন করবেন তিন প্রবীণ বিপ্লবী কমরেড জসিম উদ্দিন মণ্ডল, কামাক্ষ্যা রায় চৌধুরী এবং অধ্যাপক যতীন সরকার। এতে অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অভিজ্ঞতা বিনিময় করবেন বিভিন্ন দেশ থেকে আগত প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তৈরি করে ‘ঢাকা ঘোষণা’ পাঠ করা হবে কনভেনশনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি বিকেলে।

এবারের কনভেনশনে এরই মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও জাপানসহ কয়েকটি দেশ। এর মধ্যে ভারত থেকে অংশ নেবে অন্তত ১২টি সংগঠন। তাদের মধ্যে কয়েকটি সংগঠন তাদের বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরবেন। এ ছাড়া থাকবে একক পরিবেশনা। ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু মাইতি, শুভপ্রসাদ নন্দী মজুমদার, রতন বসু মজুমদার, মালিনী ভট্টাচার্য প্রমুখ কনভেনশনে উপস্থিত থাকবেন।

পাকিস্তান থেকে আসবেন প্রগতিশীল গানের দল ‘লাল’ ব্যান্ডের প্রধান প্রফেসর তৈমুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাহাত সাঈদ প্রমুখ। অন্যান্য দেশ থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন এ সাংস্কৃতিক কনভেনশনে।

এ কনভেনশন সফলভাবে আয়োজন করার লক্ষ্যে উদীচীর সভাপতি কামাল লোহানীকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশনের অংশ হিসেবে উন্মুক্ত চিত্রকর্ম প্রদর্শনীও আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।