ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

তিশার ‘তোর নামে লিখেছি হৃদয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
তিশার ‘তোর নামে লিখেছি হৃদয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তি প্রতীক্ষিত ‘অস্তিত্ব’ ছবিতে তিশার চরিত্রটি কেমন- এ নিয়ে জল্পনা আছে। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখলেই সব পরিস্কার হয়ে যাবে।

গান বা ট্রেলার দেখে এটা বোঝার উপায় নেই। এবার একই অভিনেত্রীকে নিয়ে দ্বিতীয় ছবির ঘোষণা দিয়েছেন তিনি। এর নাম ‘তোর নামে লিখেছি হৃদয়’।

এরই মধ্যে ছবিটিতে কাজ করার ব্যাপারে নির্মাতার সঙ্গে তিশার চূড়ান্ত আলোচনা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একটি রোমান্টিক ঘরানার ছবি। জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে এবার কার রসায়ন দেখা যাবে? এখন সেটাই নির্বাচনের প্রক্রিয়া চলছে। নির্মাতা ইঙ্গিতে বোঝালেন, হতে পারেন তিনি কলকাতার নায়ক।  
 
ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। আগামী ২৭ মার্চ শুরু হবে এর দৃশ্যধারণ। ছবিটির জন্য তৈরি করা হচ্ছে কয়েকটি গান। গানগুলো পাওয়া যাবে বিটুএম টেকনোলজিতে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।