ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়ার স্বপ্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আলিয়ার স্বপ্ন আলিয়া ভাট

নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ উপস্থিত থাকা অনেক স্বপ্নের মতো এমনটাই জানালেন আলিয়া ভাট। মেবলিনের আয়োজিত এই ফ্যাশন উইকে বলিউডের এই অভিনেত্রীকে প‍াঠাচ্ছেন তার প্রিয় রুপসজ্জাকর এলটন জে ফার্নান্ডেজ।

এ কারণে বেশ উচ্ছ্বসিত আলিয়া।

২২ বছর বয়সী এই অভিনেত্রী তার টুইটারে লিখেছেন, এই প্রথমবার আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সব ডিজাইনার ও রুপসজ্জাকরদের সঙ্গে স্টেজের পেছনে কাজ করতে পারবো। নিউ ইয়র্ক ফ্যাশন উইক’এ যেতে পারাটা অনেকটা স্বপ্নের মতো। এখান থেকেই অনেকে ফ্যাশন ও স্টাইল দুনিয়ার আইকন হিসেবে পরিচিতি পেয়েছে। ’

তিনি আরও জানান, ‘এটি অসাধারণ একটি প্লাটফর্ম। ফ্যাশন উইকের পরবর্তী মৌসুমে আমি আবার যাবো। ’ আলিয়া এখন ব্যস্ত তার পরবর্তী ছবির দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী শাহরুখ খান।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএসকে
Alia Bhatt 'dreams' of attending New York Fashion Week
Actress Alia Bhatt says attending the famed New York Fashion Week is a "dream" for her.One of her favourite make-up artists, Elton J Fernandez, has been sent to New York Fashion Week by Maybelline New York, and she is "super excited for him as it will be his first-time working backstage with renowned designers and international makeup artists". Wishing him lots of luck, Alia said in a statement: "It has been my dream to attend New York Fashion Week, where ultimate fashion and style icons have made their mark! It's a brilliant platform and I would love to attend Fashion Week next season."Alia is currently busy shooting for a new film with superstar Shah Rukh Khan.

New York Fashion Week on Alia Bhatt's mind?
New Delhi: The connection between Bollywood and Fashion industry is impeccable and quite inevitable. We love to see our desi beauties up their fashion quotient with kicking off a new trend each season.
The latest one that has been bitten by the fashion bug is Mahesh Bhatt's darling daughter Alia Bhatt. According to Bollywood Life.com, Alia wants to attend the prestigious New York Fashion Week, where the who's who of the Fashion industry are found in attendance. Alia was quoted as saying: “It’s been my dream to attend New York Fashion Week, where ultimate fashion and style icons have made their mark! It’s a brilliant platform and I would love to attend the Fashion Week next season”.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।