ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বরেণ্য ৯ নাট্যকার স্মরণে ‘স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বরেণ্য ৯ নাট্যকার স্মরণে ‘স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশের প্রয়াত ৯ নাট্যকার স্মরণে আয়োজন করা হয়েছে ‘স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান। তারা হলেন মুনীর চৌধুরী, সৈয়দ ওয়ালীউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আল দীন, নূরুল মোমেন, সাঈদ আহমদ, এসএম সোলায়মান, জিয়া হায়দার ও আনিস চৌধুরী।

থাকছে তাদের নিয়ে প্রবন্ধ, সেমিনার ও তাদের নাটক।

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এর উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এখানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  

প্রথম দিন ৫টা ৪৫ মিনিটে ‘মুনীর চৌধুরীর নাটকে চিরন্তন বোধ’ প্রবন্ধ উপস্থাপন করবেন মাহফুজা হিলালী। আলোচক ড. মোহাম্মদ জয়নুদ্দীন ও ড. বিপ্লব বালা। সন্ধ্যা সাড়ে ৭টায় মুনীর চৌধুরী ‘কবর’ নাটকটি পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটেক্স। ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক নিয়ে’ প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এদিনের আলোচক সৈয়দ হাসান ইমাম ও শিশির দত্ত, সভাপতিত্বে আতাউর রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সেলিম আল দীনের নাট্য রচনার প্রস্তুতি পর্ব-ই তাঁর পরিণত পর্বে অনুসৃত শিল্প-আঙ্গিকের প্রসূতি: একটি নির্মোহ পর্যবেক্ষণ’ প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম। আলোচক ড. আফসার আহমেদ ও অধ্যাপক ড. মলয় ভৌমিক। রাত ৮টায় নাট্যধারার ‘তরঙ্গভঙ্গ’ (নাটক পাঠ) ও রাত ৮টা ২০ মিনিটে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’।

২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ‘নুরুল মোমেনের নাট্য সৃজন’ প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. লুৎফর রহমান। আলোচনায় এস এম মহসীন ও ম. হামিদ, সভাপতিত্ব করবেন নাসিরউদ্দীন ইউসুফ। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আবদুল্লাহ আল-মামুনের নাটকের বিষয়সূত্র’ প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আলোচক মোহাম্মদ জাহাঙ্গীর ও কামাল উদ্দীন কবীর। রাত ৮টায় রয়েছে এ কে আজাদ সেতুর অভিনয়ে নাটক ‘নেমেসিস’। রাত ৮টা ২০ মিনিটে থিয়েটার পরিবেশন করবে আবদুল্লাহ আল-মামুনের ‘মেরাজ ফকিরের মা’।

আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ‘আনিস চৌধুরীর নাটকে খোলসবন্দী বিত্তহীনের সংকটসমুচয়’ প্রবন্ধ উপস্থাপন করবেন শরিফ সিরাজ। আলোচনায় ড. ইনামুল হক ও মীর হুমাযুন কবীর, সভাপতিত্বে মামুনুর রশীদ। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জিয়া হায়দার : আধুনিক নাট্যশিক্ষার বাতিঘর’ প্রবন্ধ উপস্থাপন করবেন আহমেদ ইকবাল হায়দার। আলোচক সনজীব বড়ুয়া ও খায়রুল আলম সবুজ। রাত ৮টায় আরশীনগর থিয়েটার পরিবেশন করবে নাটক ‘মানচিত্র’ (নাটক পাঠ)। রাত ৮টা ২০ মিনিটে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘মুক্তি মুক্তি’।

সমাপনী দিনে (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ‘সাঈদ আহমদের নাটক নিরীক্ষা অ্যাবসার্ড রূপকল্প ও বাংলার মেটাফর এবং উদারনৈতিক মানবতাবাদী ও জাতীয়তাবাদী চেতনার অন্বয়’ প্রবন্ধ উপস্থাপন করবেন শাহমান মৈশান। আলোচনায় অধ্যাপক আব্দুস সেলিম ও অধ্যাপক ড. রশীদ হারুন, সভাপতি মফিদুল হক। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘রঙ্গমাতন সোলায়মানের নাট্যভুবনে অভিলেখন’ প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ জামিল আহমেদ। আলোচক মান্নান হীরা ও নায়লা আজাদ নূপুর। রাত ৮টায় রয়েছে পালাকারের নাটক ‘কালবেলা’। রাত ৮টা ২০ মিনিটে থিয়েটার আর্ট ইউনিট পরিবেশন করবে এসএম সোলায়মানের নাটক ‘গোলাপজান’।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।