ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এলো ‘কৃষ্ণপক্ষ’র ট্রেলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এলো ‘কৃষ্ণপক্ষ’র ট্রেলার

সেন্সর বোর্ডের দরজা পেরিয়ে উদ্বোধনী প্রদর্শনীর আনুষ্ঠানিকতাও শেষ হলো। এখন শুধু প্রতীক্ষা ২৬ ফেব্রুয়ারির।

ওইদিন ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। মুক্তির দ্বারগোড়ায় এসে বুধবার (১৭ ফেব্রুয়ারি) উন্মুক্ত হলো ছবিটির থিয়েট্রিক্যাল ট্রেলার।

হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোর শাওন এর আগে নাটক তৈরি করলেও ‘কৃষ্ণপক্ষ’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় এলেন। এতে নায়িকা নির্বাচনে চমক রেখেছেন তিনি। বাণিজ্যিক ছবির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি প্রথমবারের মতো বিকল্পধারার কাজ করলেন শাওনের হাত ধরে। ছবিটির ট্রেলারে মাহিকে দেখা গেছে নতুন সাজে।

অন্যদিকে প্রথমবারের মতো মাহির নায়ক হলেন রিয়াজ। বরাবরের মতো তিনি অনবদ্য এখানেও। অন্যান্য চরিত্রে ফেরদৌস, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু, মৌটুসী বিশ্বাস, আরফান আহমেদ প্রমুখের একঝলকের উপস্থিতি ছবিটি সম্পর্কে বাড়তি আকর্ষণ তৈরি করবে। ট্রেলারের শেষ দিকে রিয়াজের দুর্ঘটনার শিকার হওয়ার দৃশ্যটিও চোখে পড়ার মতো। সব মিলিয়ে দর্শক আগ্রহের তুঙ্গস্পর্শ করেছে ‘কৃষ্ণপক্ষ’।

ইমপ্রেস প্রযোজিত ছবিটির বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন এস আই টুটুল ও জেকে।

* ‘কৃষ্ণপক্ষ’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।