ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অন্যের গানে মডেল শহিদ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
অন্যের গানে মডেল শহিদ (ভিডিও) শহিদ

‘একজীবন’খ্যাত কন্ঠশিল্পী শহিদ এবার মডেল হয়েছেন। অন্যের গাওয়া গানের ভিডিওচিত্রে  চিত্রশিল্পী হিসেবে হাজির হলেন তিনি।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহিদ বাংলানিউজকে জানান, গানটির গায়ক শাওন শহিদের ব্যান্ড দুরবীনের গিটারিস্ট। তার অনুরোধেই কাজটি করা। অবশ্য কাজ করতে শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি।

শহিদ বলেন, ‘গানের গায়ক হিসেবে শুটিংয়ের অভিজ্ঞতা আছে, তবে মডেল হিসেবে নয়। শাওনের বেড়ে ওঠা আমার চোখের সামনে। ওর কথা রাখতে কাজটি করেছি। ওকে বলেছিলাম কোনো নারী মডেলের সঙ্গে আমি অভিনয় করতে পারবো না…। ’ 

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা ও সুরারোপিত ‘ভালো অাছি ভালো থেকো’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন শাওন। আর এতেই মডেল হয়েছেন শহিদ। ভিডিওটি তৈরি করেছেন মাহমুদ ইমন।

এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে শহিদের গাওয়া গানের ভিডিও। এর নাম ‘তুমি ছাড়া বলো কে আছে আমার’। এতে তার সহশিল্পী বাঁধন। অনুরূপ আইচের লেখা গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।  
 

* ‘ভালো আছি ভালো থেকো’:


* ‘তুমি ছাড়া বলো কে আছে আমার’:


বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।